Ajker Patrika

উইন্ডোজ ১০-এ আর বড় ধরনের আপডেট আসবে না

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৪: ০৮
উইন্ডোজ ১০-এ আর বড় ধরনের আপডেট আসবে না

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে নতুন আর কোনো আপডেট উন্মুক্ত করা হবে না। ফলে এতে নতুন আর কোনো ফিচারের দেখা পাওয়া যাবে না। নতুন আর আপডেট না আসার ফলে বর্তমান সংস্করণটিই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ হিসেবে বিবেচিত হবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের মাসিক নিরাপত্তা আপডেটও আর আনবে না  মাইক্রোসফট। ফলে এই সময়ের পর থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে নিরাপত্তা ত্রুটি সমাধান করবে না সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে বাজারে আসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় হওয়ায় ২০২১ সালের অক্টোবর মাসে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করা হলেও অনেকেই নতুন এই সংস্করণটি ব্যবহার করেন না। মূলত সবাইকে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

এদিকে গত ফেব্রুয়ারি থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এর লাইসেন্স বিক্রি বন্ধ করে মাইক্রোসফট। ফলে গ্রাহকেরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে পুরোনো সংস্করণের উইন্ডোজ আর ডাউনলোড করতে পারছেন না।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের পক্ষ থেকে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১ ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে উইন্ডোজের সব পুরোনো সংস্করণ সমর্থন বন্ধ করে দেওয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত