প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে তা উইন্ডোজ ১২ নয়। বলা হচ্ছে, ‘কোরপিসি’ এর কথা। উইন্ডোজের নতুন এই এআই নির্ভর সংস্করণ মূলত গুগলের ক্রোম ওএস কে পাল্লা দেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। ‘কোরপিসি’ মূলত কোডনেম। বাজারে আসার সময় এর নাম অন্য কিছুও দেওয়া হতে পারে।
উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের এমন একটি সংস্করণ তৈরি করা হচ্ছে যা যে কোনো ধরনের হার্ডওয়্যারের জন্য প্রয়োজনমতো কাস্টমাইজ করা যাবে। উইন্ডোজের এই নতুন সংস্করণটি আগের তুলনায় হার্ডওয়্যারের ওপর কম নির্ভরশীল হবে।
ধারণা করা হচ্ছে, কোরপিসি’র অন্যতম বৈশিষ্ট্য হবে এআই। মাইক্রোসফট যেভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস ৩৬৫ এও চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে, সেহেতু উইন্ডোজের নতুন সংস্করণে এআইয়ের প্রভাব থাকবে তা বলাই যায়।
যদিও এখনো পর্যন্ত কোরপিসি’র ধারণাকে গুজব বলেই ধরা হলেও এই ধারণার পক্ষে ভিত্তি রয়েছে। কারণ, উইন্ডোজের একটি হালকা সংস্করণ নিয়ে কাজ করা মাইক্রোসফটের জন্য এটাই প্রথম নয়। উদাহরণস্বরূপ, ‘উইন্ডোজ ১০ এক্স’ এর কথা ধরা যেতে পারে। এটি উইন্ডোজের একটি বেসিক সংস্করণ হওয়ার কথা। তবে পরবর্তীতে মাইক্রোসফটের এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। একই পরিণতি হয়েছিল ‘উইন্ডোজ লাইট’ এর ক্ষেত্রেও।
অল্প কনফিগারেশনের ল্যাপটপে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়। বর্তমানে কম দামে ভালো ও জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে কয়েকটি ক্রোমবুক রয়েছে। তবে যারা উইন্ডোজের ইন্টারফেসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য ‘কোরপিসি’ একটা সমাধান হতে পারে। অল্প কনফিগারেশনে কোরপিসি’র ল্যাপটপও স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব হবে।
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে তা উইন্ডোজ ১২ নয়। বলা হচ্ছে, ‘কোরপিসি’ এর কথা। উইন্ডোজের নতুন এই এআই নির্ভর সংস্করণ মূলত গুগলের ক্রোম ওএস কে পাল্লা দেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। ‘কোরপিসি’ মূলত কোডনেম। বাজারে আসার সময় এর নাম অন্য কিছুও দেওয়া হতে পারে।
উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের এমন একটি সংস্করণ তৈরি করা হচ্ছে যা যে কোনো ধরনের হার্ডওয়্যারের জন্য প্রয়োজনমতো কাস্টমাইজ করা যাবে। উইন্ডোজের এই নতুন সংস্করণটি আগের তুলনায় হার্ডওয়্যারের ওপর কম নির্ভরশীল হবে।
ধারণা করা হচ্ছে, কোরপিসি’র অন্যতম বৈশিষ্ট্য হবে এআই। মাইক্রোসফট যেভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস ৩৬৫ এও চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে, সেহেতু উইন্ডোজের নতুন সংস্করণে এআইয়ের প্রভাব থাকবে তা বলাই যায়।
যদিও এখনো পর্যন্ত কোরপিসি’র ধারণাকে গুজব বলেই ধরা হলেও এই ধারণার পক্ষে ভিত্তি রয়েছে। কারণ, উইন্ডোজের একটি হালকা সংস্করণ নিয়ে কাজ করা মাইক্রোসফটের জন্য এটাই প্রথম নয়। উদাহরণস্বরূপ, ‘উইন্ডোজ ১০ এক্স’ এর কথা ধরা যেতে পারে। এটি উইন্ডোজের একটি বেসিক সংস্করণ হওয়ার কথা। তবে পরবর্তীতে মাইক্রোসফটের এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। একই পরিণতি হয়েছিল ‘উইন্ডোজ লাইট’ এর ক্ষেত্রেও।
অল্প কনফিগারেশনের ল্যাপটপে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়। বর্তমানে কম দামে ভালো ও জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে কয়েকটি ক্রোমবুক রয়েছে। তবে যারা উইন্ডোজের ইন্টারফেসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য ‘কোরপিসি’ একটা সমাধান হতে পারে। অল্প কনফিগারেশনে কোরপিসি’র ল্যাপটপও স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব হবে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে