প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে তা উইন্ডোজ ১২ নয়। বলা হচ্ছে, ‘কোরপিসি’ এর কথা। উইন্ডোজের নতুন এই এআই নির্ভর সংস্করণ মূলত গুগলের ক্রোম ওএস কে পাল্লা দেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। ‘কোরপিসি’ মূলত কোডনেম। বাজারে আসার সময় এর নাম অন্য কিছুও দেওয়া হতে পারে।
উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের এমন একটি সংস্করণ তৈরি করা হচ্ছে যা যে কোনো ধরনের হার্ডওয়্যারের জন্য প্রয়োজনমতো কাস্টমাইজ করা যাবে। উইন্ডোজের এই নতুন সংস্করণটি আগের তুলনায় হার্ডওয়্যারের ওপর কম নির্ভরশীল হবে।
ধারণা করা হচ্ছে, কোরপিসি’র অন্যতম বৈশিষ্ট্য হবে এআই। মাইক্রোসফট যেভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস ৩৬৫ এও চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে, সেহেতু উইন্ডোজের নতুন সংস্করণে এআইয়ের প্রভাব থাকবে তা বলাই যায়।
যদিও এখনো পর্যন্ত কোরপিসি’র ধারণাকে গুজব বলেই ধরা হলেও এই ধারণার পক্ষে ভিত্তি রয়েছে। কারণ, উইন্ডোজের একটি হালকা সংস্করণ নিয়ে কাজ করা মাইক্রোসফটের জন্য এটাই প্রথম নয়। উদাহরণস্বরূপ, ‘উইন্ডোজ ১০ এক্স’ এর কথা ধরা যেতে পারে। এটি উইন্ডোজের একটি বেসিক সংস্করণ হওয়ার কথা। তবে পরবর্তীতে মাইক্রোসফটের এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। একই পরিণতি হয়েছিল ‘উইন্ডোজ লাইট’ এর ক্ষেত্রেও।
অল্প কনফিগারেশনের ল্যাপটপে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়। বর্তমানে কম দামে ভালো ও জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে কয়েকটি ক্রোমবুক রয়েছে। তবে যারা উইন্ডোজের ইন্টারফেসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য ‘কোরপিসি’ একটা সমাধান হতে পারে। অল্প কনফিগারেশনে কোরপিসি’র ল্যাপটপও স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব হবে।
মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে তা উইন্ডোজ ১২ নয়। বলা হচ্ছে, ‘কোরপিসি’ এর কথা। উইন্ডোজের নতুন এই এআই নির্ভর সংস্করণ মূলত গুগলের ক্রোম ওএস কে পাল্লা দেওয়ার জন্য ডিজাইন করা হচ্ছে। ‘কোরপিসি’ মূলত কোডনেম। বাজারে আসার সময় এর নাম অন্য কিছুও দেওয়া হতে পারে।
উইন্ডোজ সেন্ট্রালের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের এমন একটি সংস্করণ তৈরি করা হচ্ছে যা যে কোনো ধরনের হার্ডওয়্যারের জন্য প্রয়োজনমতো কাস্টমাইজ করা যাবে। উইন্ডোজের এই নতুন সংস্করণটি আগের তুলনায় হার্ডওয়্যারের ওপর কম নির্ভরশীল হবে।
ধারণা করা হচ্ছে, কোরপিসি’র অন্যতম বৈশিষ্ট্য হবে এআই। মাইক্রোসফট যেভাবে নিজস্ব সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস ৩৬৫ এও চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছে, সেহেতু উইন্ডোজের নতুন সংস্করণে এআইয়ের প্রভাব থাকবে তা বলাই যায়।
যদিও এখনো পর্যন্ত কোরপিসি’র ধারণাকে গুজব বলেই ধরা হলেও এই ধারণার পক্ষে ভিত্তি রয়েছে। কারণ, উইন্ডোজের একটি হালকা সংস্করণ নিয়ে কাজ করা মাইক্রোসফটের জন্য এটাই প্রথম নয়। উদাহরণস্বরূপ, ‘উইন্ডোজ ১০ এক্স’ এর কথা ধরা যেতে পারে। এটি উইন্ডোজের একটি বেসিক সংস্করণ হওয়ার কথা। তবে পরবর্তীতে মাইক্রোসফটের এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। একই পরিণতি হয়েছিল ‘উইন্ডোজ লাইট’ এর ক্ষেত্রেও।
অল্প কনফিগারেশনের ল্যাপটপে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম বেশ জনপ্রিয়। বর্তমানে কম দামে ভালো ও জনপ্রিয় ল্যাপটপগুলোর মধ্যে কয়েকটি ক্রোমবুক রয়েছে। তবে যারা উইন্ডোজের ইন্টারফেসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য ‘কোরপিসি’ একটা সমাধান হতে পারে। অল্প কনফিগারেশনে কোরপিসি’র ল্যাপটপও স্বাচ্ছন্দ্যে চালানো সম্ভব হবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে