প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েডের পর এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসও নিজেদের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করার সুবিধা এনেছে মাইক্রোসফট। মূলত নিজস্ব ‘ফোন লিংক’ অ্যাপের আইওএস সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে আইফোনের আইমেসেজে আসা মেসেজ বা ফোনের অন্যান্য নোটিফিকেশন উইন্ডোজ কম্পিউটার ও ল্যাপটপে দেখা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘ফোন লিংক’ অ্যাপের মাধ্যমে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে আইফোন যুক্ত করা যাবে। তবে সব আইওএসের সংস্করণের আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে না। ন্যূনতম ‘আইওএস ১৪’ এবং এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের আইফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি।
এই সুবিধা পেতে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপটি নামাতে হবে। অ্যাপটি চালুর পর উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে আইফোন সংযুক্ত করতে হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সকল আইওএস ব্যবহারকারী এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
এর আগে, পিসির সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের ‘নিয়ারবাই অ্যাপ’ নিয়ে আসে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০— এর ৬৪ বিট ও উইন্ডোজ ১১— এর ব্যবহারকারীরা ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসি থেকে নামাতে হলে যেতে হবে এই লিংকে।
গুগলের প্লে-স্টোরে আগে থেকেই পাওয়া যেত এই অ্যাপ। ব্যবহারকারীরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ফাইল শেয়ারের সুবিধা পেতেন এই অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গেও করা যাবে ফাইল আদানপ্রদান। তবে ডিভাইস দু’টির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট পর্যন্ত হতে পারবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রসহ অল্প কিছু দেশে চালু হয়েছে।
অ্যান্ড্রয়েডের পর এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসও নিজেদের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করার সুবিধা এনেছে মাইক্রোসফট। মূলত নিজস্ব ‘ফোন লিংক’ অ্যাপের আইওএস সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে আইফোনের আইমেসেজে আসা মেসেজ বা ফোনের অন্যান্য নোটিফিকেশন উইন্ডোজ কম্পিউটার ও ল্যাপটপে দেখা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘ফোন লিংক’ অ্যাপের মাধ্যমে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে আইফোন যুক্ত করা যাবে। তবে সব আইওএসের সংস্করণের আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে না। ন্যূনতম ‘আইওএস ১৪’ এবং এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের আইফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি।
এই সুবিধা পেতে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপটি নামাতে হবে। অ্যাপটি চালুর পর উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে আইফোন সংযুক্ত করতে হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সকল আইওএস ব্যবহারকারী এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
এর আগে, পিসির সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের ‘নিয়ারবাই অ্যাপ’ নিয়ে আসে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০— এর ৬৪ বিট ও উইন্ডোজ ১১— এর ব্যবহারকারীরা ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসি থেকে নামাতে হলে যেতে হবে এই লিংকে।
গুগলের প্লে-স্টোরে আগে থেকেই পাওয়া যেত এই অ্যাপ। ব্যবহারকারীরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ফাইল শেয়ারের সুবিধা পেতেন এই অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গেও করা যাবে ফাইল আদানপ্রদান। তবে ডিভাইস দু’টির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট পর্যন্ত হতে পারবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রসহ অল্প কিছু দেশে চালু হয়েছে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১৩ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে