Ajker Patrika

উইন্ডোজে দেখা যাবে আইফোনের মেসেজ, নোটিফিকেশন

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১২: ১৮
উইন্ডোজে দেখা যাবে আইফোনের মেসেজ, নোটিফিকেশন

অ্যান্ড্রয়েডের পর এবার আইওএস অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসও নিজেদের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করার সুবিধা এনেছে মাইক্রোসফট। মূলত নিজস্ব ‘ফোন লিংক’ অ্যাপের আইওএস সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। ফলে আইফোনের আইমেসেজে আসা মেসেজ বা ফোনের অন্যান্য নোটিফিকেশন উইন্ডোজ কম্পিউটার ও ল্যাপটপে দেখা যাবে। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘ফোন লিংক’ অ্যাপের মাধ্যমে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে আইফোন যুক্ত করা যাবে। তবে সব আইওএসের সংস্করণের আইফোনে অ্যাপটি ব্যবহার করা যাবে না। ন্যূনতম ‘আইওএস ১৪’ এবং এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমের আইফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি। 

এই সুবিধা পেতে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মাইক্রোসফটের ‘ফোন লিংক’ অ্যাপটি নামাতে হবে। অ্যাপটি চালুর পর উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে আইফোন সংযুক্ত করতে হবে। আগামী মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সকল আইওএস ব্যবহারকারী এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। 

এর আগে, পিসির সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারের ‘নিয়ারবাই অ্যাপ’ নিয়ে আসে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজ ১০— এর ৬৪ বিট ও উইন্ডোজ ১১— এর ব্যবহারকারীরা ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। পিসি থেকে নামাতে হলে যেতে হবে এই লিংকে। 

গুগলের প্লে-স্টোরে আগে থেকেই পাওয়া যেত এই অ্যাপ। ব্যবহারকারীরা অন্য অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে ফাইল শেয়ারের সুবিধা পেতেন এই অ্যাপের মাধ্যমে। এবার এই অ্যাপের মাধ্যমে উইন্ডোজের সঙ্গেও করা যাবে ফাইল আদানপ্রদান। তবে ডিভাইস দু’টির সর্বোচ্চ দূরত্ব ১৬ ফুট পর্যন্ত হতে পারবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রসহ অল্প কিছু দেশে চালু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত