প্রযুক্তি ডেস্ক
অনেক সময় কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। বলা যায়, সফটওয়্যারগুলো ‘হ্যাং’ হয়ে পড়ে। ফলে সেই সফটওয়্যারে কাজ করা দুরূহ হয়ে পড়ে এবং তা বন্ধ করে নতুন করে চালু করতে হয়। এই সমস্যা সমাধানে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে ‘এন্ড টাস্ক’ নামের নতুন একটি সুবিধা চালু করছে মাইক্রোসফট।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘এন্ড টাস্ক’ নামের নতুন এই সুবিধা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ সুবিধা চালু হলে এক ক্লিকেই অকার্যকর যেকোনো সফটওয়্যার তাৎক্ষণিকভাবে বন্ধ করা যাবে।
এরই মধ্যে উইন্ডোজ ১১-এর ডেভেলপার সংস্করণে ‘এন্ড টাস্ক’ সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। উইন্ডোজ ১১-এর সেটিংস অপশনে প্রবেশ করে এই সুবিধা চালু করতে হবে।
টাস্ক ম্যানেজারের মাধ্যমে উইন্ডোজে অকার্যকর সফটওয়্যার বন্ধ করা গেলেও এতে বেশ সময় লাগে। তবে নতুন এই সুবিধায় এক ক্লিকেই অকার্যকর সফটওয়্যার বন্ধ করা যাবে।
এদিকে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা স্ক্রিনশট টুলের নিরাপত্তা ত্রুটির সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এই ত্রুটি থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের উইন্ডোজ হালনাগাদ করতে হবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের বিল্ট-ইন স্ক্রিনশট টুলটি গত কয়েক বছরে বড় আপগ্রেড পেয়েছে। তবে আপগ্রেডেও এই টুলের নিরাপত্তা ত্রুটি ঠিক হয়নি। উইন্ডোজ ১০ ও ১১-এর ডিফল্ট স্ক্রিনশট টুল হওয়ার আগে স্নিপিং টুলটি ‘পাওয়াটয়েস-এর অংশ ছিল।
সম্প্রতি গবেষকেরা লক্ষ করেন, গুগলের পিক্সেল ফোনে তোলা এবং ক্রপ করা স্ক্রিনশটগুলো বিশেষ টুলের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। এতে স্ক্রিনশটগুলোর ক্রপ করা অংশ আবার দৃশ্যমান হয়ে ওঠে। অনেক গবেষক উইন্ডোজ ১১-এর স্নিপিং টুল এবং পুরোনো ‘স্নিপ অ্যান্ড স্কেচ’ টুলে একই সমস্যা খুঁজে পেয়েছেন।
সমস্যাটির মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে স্ক্রিনশট টুলগুলোর ফাইল সেভ করার ধরনকে। ক্রপ করার পর টুলটি মূলত একই ফাইলকে ওভাররাইট করে সেভ হয়। আসল ফাইল সম্পূর্ণ ও নিখুঁতভাবে পুনরুদ্ধার এই সময়ে সম্ভব বলে মনে না হলেও পূর্ণ আকারের ফাইলগুলো থেকে যথেষ্ট তথ্য সংগ্রহ করা সম্ভব।
ক্রিস ব্লুম নামের এক ব্যবহারকারী উইন্ডোজের স্নিপিং টুলে পিক্সেলের মতো সমস্যা খুঁজে পেয়েছেন। পিক্সেলের ত্রুটি সম্পর্কিত টুইটে তিনি এক মন্তব্যে লেখেন, একটি ১৯৮ বাইটের পিএনজি ফরম্যাটের স্ক্রিনশটকে কোনো বিদ্যমান ফাইলের ওপর সেভ করা হলে এর সাইজ ৪ দশমিক ৭ কিলোবাইট হয়ে যাচ্ছে। তবে নতুন ফাইল হিসেবে সেভ করা হলে সম্ভবত কিছু মেটাডেটা যোগ করে এর সাইজ মাত্র ৫৬ বাইট বৃদ্ধি পাচ্ছে।
ফলে নিরাপত্তার প্রয়োজনে কোনো ব্যক্তি ছবিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিলেও সেগুলো সংগ্রহ করে জমা রাখত স্নিপিং টুল। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের স্নিপিং ও স্কেচ অ্যাপের পাশাপাশি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের স্নিপিং টুলে এই ত্রুটি শনাক্ত করা হয়। এই ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা থাকায় উইন্ডোজের নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হয়েছে।
অনেক সময় কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়। বলা যায়, সফটওয়্যারগুলো ‘হ্যাং’ হয়ে পড়ে। ফলে সেই সফটওয়্যারে কাজ করা দুরূহ হয়ে পড়ে এবং তা বন্ধ করে নতুন করে চালু করতে হয়। এই সমস্যা সমাধানে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে ‘এন্ড টাস্ক’ নামের নতুন একটি সুবিধা চালু করছে মাইক্রোসফট।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘এন্ড টাস্ক’ নামের নতুন এই সুবিধা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ সুবিধা চালু হলে এক ক্লিকেই অকার্যকর যেকোনো সফটওয়্যার তাৎক্ষণিকভাবে বন্ধ করা যাবে।
এরই মধ্যে উইন্ডোজ ১১-এর ডেভেলপার সংস্করণে ‘এন্ড টাস্ক’ সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। উইন্ডোজ ১১-এর সেটিংস অপশনে প্রবেশ করে এই সুবিধা চালু করতে হবে।
টাস্ক ম্যানেজারের মাধ্যমে উইন্ডোজে অকার্যকর সফটওয়্যার বন্ধ করা গেলেও এতে বেশ সময় লাগে। তবে নতুন এই সুবিধায় এক ক্লিকেই অকার্যকর সফটওয়্যার বন্ধ করা যাবে।
এদিকে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা স্ক্রিনশট টুলের নিরাপত্তা ত্রুটির সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এই ত্রুটি থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের উইন্ডোজ হালনাগাদ করতে হবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, উইন্ডোজের বিল্ট-ইন স্ক্রিনশট টুলটি গত কয়েক বছরে বড় আপগ্রেড পেয়েছে। তবে আপগ্রেডেও এই টুলের নিরাপত্তা ত্রুটি ঠিক হয়নি। উইন্ডোজ ১০ ও ১১-এর ডিফল্ট স্ক্রিনশট টুল হওয়ার আগে স্নিপিং টুলটি ‘পাওয়াটয়েস-এর অংশ ছিল।
সম্প্রতি গবেষকেরা লক্ষ করেন, গুগলের পিক্সেল ফোনে তোলা এবং ক্রপ করা স্ক্রিনশটগুলো বিশেষ টুলের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। এতে স্ক্রিনশটগুলোর ক্রপ করা অংশ আবার দৃশ্যমান হয়ে ওঠে। অনেক গবেষক উইন্ডোজ ১১-এর স্নিপিং টুল এবং পুরোনো ‘স্নিপ অ্যান্ড স্কেচ’ টুলে একই সমস্যা খুঁজে পেয়েছেন।
সমস্যাটির মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে স্ক্রিনশট টুলগুলোর ফাইল সেভ করার ধরনকে। ক্রপ করার পর টুলটি মূলত একই ফাইলকে ওভাররাইট করে সেভ হয়। আসল ফাইল সম্পূর্ণ ও নিখুঁতভাবে পুনরুদ্ধার এই সময়ে সম্ভব বলে মনে না হলেও পূর্ণ আকারের ফাইলগুলো থেকে যথেষ্ট তথ্য সংগ্রহ করা সম্ভব।
ক্রিস ব্লুম নামের এক ব্যবহারকারী উইন্ডোজের স্নিপিং টুলে পিক্সেলের মতো সমস্যা খুঁজে পেয়েছেন। পিক্সেলের ত্রুটি সম্পর্কিত টুইটে তিনি এক মন্তব্যে লেখেন, একটি ১৯৮ বাইটের পিএনজি ফরম্যাটের স্ক্রিনশটকে কোনো বিদ্যমান ফাইলের ওপর সেভ করা হলে এর সাইজ ৪ দশমিক ৭ কিলোবাইট হয়ে যাচ্ছে। তবে নতুন ফাইল হিসেবে সেভ করা হলে সম্ভবত কিছু মেটাডেটা যোগ করে এর সাইজ মাত্র ৫৬ বাইট বৃদ্ধি পাচ্ছে।
ফলে নিরাপত্তার প্রয়োজনে কোনো ব্যক্তি ছবিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিলেও সেগুলো সংগ্রহ করে জমা রাখত স্নিপিং টুল। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের স্নিপিং ও স্কেচ অ্যাপের পাশাপাশি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের স্নিপিং টুলে এই ত্রুটি শনাক্ত করা হয়। এই ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা থাকায় উইন্ডোজের নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হয়েছে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে