Ajker Patrika

পছন্দের রিলস বন্ধুদের সঙ্গে শেয়ারের ফিচার আনল ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামের নতুন কৌশলের অংশ এই ফিচার। ছবি: সিনেট
ইনস্টাগ্রামের নতুন কৌশলের অংশ এই ফিচার। ছবি: সিনেট

বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ জানাতে হবে। একবার আমন্ত্রণ গ্রহণ করলেই নতুন রিলস ফিড পাওয়া যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ইনস্টাগ্রামের নতুন কৌশলের অংশ এই ফিচার, যা ব্যবহারকারীদের মিথস্ক্রিয়া বাড়াতে এবং প্রতিদ্বন্দ্বী টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চালু করা হয়েছে। বর্তমানে বিভিন্ন অ্যান্টি ট্রাস্ট তদন্তের মুখে পড়লেও নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আকৃষ্ট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেটা।

ব্লেন্ড ফিচারটি ইনস্টাগ্রামের চ্যাট অপশনে পাওয়া যাবে। ফিচারটি বন্ধু বা চ্যাট গ্রুপের সদস্যদের জন্য একটি ফিড তৈরি করে। ফিডটি আপনাদের উভয়ের পছন্দ ও অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করে সাজানো হয়। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের রেকোমেন্ডেশনকে বন্ধুর সঙ্গেও মেলাতে পারবেন।

ব্লেন্ডে থাকা প্রতিটি রিলসের সঙ্গে স্পষ্টভাবে লেখা থাকবে এটা মূলত কার জন্য সুপারিশ বা রেকমেন্ড করা হয়েছে। এভাবে প্ল্যাটফর্মটি স্ক্রল করার সঙ্গে সঙ্গে প্রতিটি প্রস্তাবিত ক্লিপ কার জন্য তা দেখতে পারবেন। যেমন: আপনি যদি মজার ভিডিও বেশি দেখেন এবং সেই অনুযায়ী একটি হাস্যকর রিলস আপনাকে সুপারিশ করা হবে এবং সেই রিলের নিচে আপনার নাম দেখা যাবে।

একইভাবে, যদি আপনার বন্ধু বিজ্ঞানভিত্তিক কনটেন্ট উপভোগ করে, তাহলে এ ধরনের রিলের নিচে তার নাম লেখা থাকবে।

ফিচারটি যেভাবে ব্যবহার করবেন

ইনস্টাগ্রাম বলছে, এই ফিচার ব্যবহার করে বন্ধুদের সঙ্গে রিল দেখা আরও মজাদার হয়ে উঠবে। ব্লেন্ড শুরু করতে হলে প্রথমে কোনো প্রাইভেট বা গ্রুপ চ্যাট খুলুন। স্ক্রিনের ওপরের দিকে থাকা নতুন ব্লেন্ড আইকনে ট্যাপ করুন। এরপর ‘আমন্ত্রণ’ অপশন নির্বাচন করে যাদের সঙ্গে ব্লেন্ড ফিচারটি ব্যবহার করতে চান, তাঁদের নির্বাচন করুন। অন্তত একজন সদস্য আমন্ত্রণ গ্রহণ করলেই ব্লেন্ড চালু হয়ে যাবে।

ব্লেন্ডে যুক্ত হওয়ার পর একটি কাস্টমাইজড রিলস ফিড দেখতে পাবেন ব্যবহারকারীরা, যা চ্যাটের প্রত্যেক সদস্যের পছন্দ অনুযায়ী তৈরি হবে। যদি কেউ কোনো রিলে রিঅ্যাক্ট করে বা লাইক দেয়, তাহলে অন্য সদস্যদের কাছে সেই নোটিফিকেশন যাবে। এর মাধ্যমে চ্যাটে আলোচনার সুযোগও তৈরি হবে। যেকোনো সময় ওই চ্যাটে ফিরে গিয়ে ব্লেন্ড আইকনে ট্যাপ করলে আবারও রিল ফিড দেখা যাবে।

তবে ব্লেন্ড ফিড আর দেখতে না চাইলে সহজেই এই ফিচার থেকে বের হওয়া যাবে। এর জন্য ইনস্টাগ্রাম অ্যাপ খুলে ওপরের ডান দিকে থাকা পেপার প্লেন (কাগজের প্লেনের মতো আইকোন) বা মেসেঞ্জার আইকনে ট্যাপ করুন। এরপর যে চ্যাটে ব্লেন্ড চালু করেছেন, তা নির্বাচন করুন। চ্যাটের ভেতরে গিয়ে আবার ডান দিকে ওপরের কোনায় থাকা ব্লেন্ড আইকনে ট্যাপ করুন। এরপর তিন ডট (মেনু) আইকনে চাপ দিয়ে ‘লিভ দিস ব্লেন্ড’ অপশনটি বেছে নিলেই ব্লেন্ড থেকে বেরিয়ে যাওয়া যাবে।

আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো—আইপ্যাডের জন্য অবশেষে একটি নির্দিষ্ট অ্যাপ তৈরি করছে ইনস্টাগ্রাম। এখন পর্যন্ত আইপ্যাডে ইনস্টাগ্রাম ব্যবহার করা গেলেও, সেটি ছিল আইফোন অ্যাপের বর্ধিত সংস্করণ, ফলে আইপ্যাডের বড় স্ক্রিনে ইনস্টাগ্রাম ফিড দেখতে দৃষ্টিকটু লাগত। তবে এক সূত্র জানিয়েছে, এখন একটি উপযুক্ত ও ট্যাবলেট-বান্ধব সংস্করণ নিয়ে কাজ করছে মেটা। যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি, তবে শিগগিরই আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সুখবর আসতে পারে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও ইন্ডিয়া টুডে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত