‘ডেনমার্ক হেরেছে, তবে জীবন জিতেছে’
ইউরোতে কাল ডেনমার্ক–ফিনল্যান্ড ম্যাচের পর একটি ড্যানিশ দৈনিকের শিরোনাম, ‘ডেনমার্ক হেরেছে, তবে জীবন জিতেছে।’ আসলেই তো তাই। ফিনল্যান্ডের কাছে ১-০ গোলে ডেনমার্ক ম্যাচ হারলেও ক্রিস্টিয়ান এরিকসেনকে ফিরে পেয়েছে তারা। তিনি ফিরে এসেছেন যাঁদের অক্লান্ত চেষ্টায়—ডেনমার্ক ফুটবল দলের মেডিকেল টিম।