Ajker Patrika

নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রোনালদোর

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২১, ১৫: ২১
Thumbnail image

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। ৩৬ বছর বয়সেও রোনালদো যেভাবে একের পর এক রেকর্ড গড়ছেন, তা অবিশ্বাস্য! নিজেকে আর নতুন করে প্রমাণের কিছু বাকি নেই এই পর্তুগিজ উইঙ্গারের। এখন লক্ষ্য শুধু নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া। আজ বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল শুরু করছে শিরোপা ধরে রাখার মিশন। আর এই ম্যাচে রোনালদোর সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।

২০০৪ সালের ১২ জুন গ্রিসের বিপক্ষে ২০ বছর বয়সে ইউরোতে অভিষেক হয় রোনালদোর। এখন পর্যন্ত খেলে ফেলেছেন চার-চারটি ইউরো। রোনালদোসহ ১৭ জন খেলোয়াড় খেলেছেন চারটি ইউরো। আজ মাঠে নামলেই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন, প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড করবেন সি আর সেভেন।

২০০৪ সালে ইউরোর প্রথম ম্যাচেই গোল করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৯ গোল করে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আজ গোল করলেই ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে নয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেননি পর্তুগিজ তারকা। রোনালদো তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ ৭টি করে গোল করেছেন লিথুয়ানিয়া ও সুইডেনের বিপক্ষে। হাঙ্গেরির বিপক্ষে এখন পর্যন্ত করেছেন ৪টি গোল। আজ ৪ গোল করলে হাঙ্গেরির বিপক্ষে গোল হবে ৮টি, এটি তাঁর ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ গোল। একই সঙ্গে রোনালদোর এক ইউরো মৌসুমে সর্বোচ্চ গোলও হয়ে যাবে। যেখানে ২০১২ সালে ৩ গোল করেছিলেন সিআর সেভেন।

২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত চার ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি পর্তুগিজ উইঙ্গারের। আর প্রত্যেক মৌসুমের মূলপর্বে রোনালদো গোল করেছেন। আজকের ম্যাচে গোল করলে ফুটবলার হিসেবে পাঁচ মৌসুমের মূল পর্বে গোল করা একমাত্র গোলদাতা হবেন সি আর সেভেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত