মাঠ অথবা মাঠের বাইরে রেকর্ড গড়া যেন দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী রোনালদো পাল্লা দিয়ে গোল করছেন। তেমনি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কোটি কোটি টাকা। বছরে উপার্জন করা সর্বোচ্চ ক্রীড়াবিদের তালিকায়...
ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো জেতেন একের পর এক শিরোপা। গোলের বন্যা বইয়ে দেওয়া রোনালদো আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা। তবে পর্তুগালের জার্সিতে কোনো বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন ইউরো, উয়েফা নেশনস লিগের শিরোপা।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরেই আল নাসরের হয়ে গতকাল খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিরেই দলের জয়ে অবদান রেখেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে আল নাসর।
পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে অনেক ম্যাচ জিতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কালকে অবশ্য আল নাসরের জয়ে গোল করতে পারেননি। তবে যেভাবে নাটকীয় জয় পেয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে সৌদি ক্লাব সুযোগ পেয়েছে তাতে নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর সাহসটুকু জুগিয়েছেন পর্তুগিজ তারকা।