Ajker Patrika

ম্যানইউকে আবারও টেনে তুললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ০৬
ম্যানইউকে আবারও টেনে তুললেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডের জয় মানে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল! এই মৌসুমে পুরোনো ক্লাবে যোগ দেওয়ার পর ব্যাপারটা একধরনের রীতি হয়ে গেছে। গত রাতে লিগ টেবিলের তলানিতে থাকা নরওয়েচ সিটিকে হারাতে ঘাম ছুটে যাচ্ছিল ম্যানইউর। আবারও দলের ত্রাতা হয়ে হাজির হলেন পর্তুগিজ তারকা। 

রোনালদোর একমাত্র গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। এই ম্যাচের আগে সাউদাম্পটনকে হারিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছিল আর্সেনাল। নরওয়েচের বিপক্ষে জয়ে আর্সেনালকে সরিয়ে পাঁচে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা। 

এদিন শুরুটাও আশাজাগানিয়া ছিল না ম্যানইউর। ১৪ মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি। তবে ডি-বক্সের খানিক দূর থেকে আলেক্স তেলেসের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে প্রতিপক্ষের একজনের মাথায় লেগে দিক পাল্টে ক্রসবারে লাগলে হতাশ হতে হয় ম্যানইউ সমর্থকদের। 

ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে দুই দলই। ৫৬ মিনিটে দারুণ সুযোগও পায় নরওয়েচ। তবে সেটা থেকে গোল করতে পারেনি তারা। ডি-বক্সের মুখ থেকে তেমু পুক্কির জোরালো শট এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ম্যানইউ গোলরক্ষক ডেভিড দি হেয়া। 

তবে ৭৫ মিনিটে গোলের দরজা খোলেন রোনালদো। বক্সের মধ্যে নরওয়েচের ডিফেন্ডার পর্তুগিজ তারকাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোল করেন রোনালদো। এই জয়ে ১৬ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ম্যানইউর পয়েন্ট ২৭। এক পয়েন্ট কম নিয়ে ম্যানইউর ঠিক নিচেই আছে আর্সেনাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত