ইতালি–বেলজিয়াম কি জানে, ভালো শুরুর কত বিপদ
এবার ইউরোর শুরু থেকেই দুর্দান্ত ইতালি। ওয়েলস, তুরস্ক ও সুইজারল্যান্ডকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইতালি। তিন ম্যাচে ৭ গোল করা আৎজ্জুরিরা এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। এমনকি শেষ ১১ ম্যাচে তারা কোনো গোল খায়নি।