ক্রীড়া ডেস্ক
ঢাকা : আক্রমণ–প্রতি আক্রমণের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ইতালির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে অস্ট্রিয়া। একটা সময় পর্যন্ত খেলা দেখে দুই দলকে আলাদা করাই মুশকিল হচ্ছিল। ইতালি ঠিকই স্বরূপে ফিরেছে। যদিও সেটি ৯০ মিনিটের পর, অতিরিক্ত সময়ে।
৯৫ মিনিটে ইতালিকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। ১০৫ মিনিটে অস্ট্রিয়ার বুক ভেঙে দ্বিতীয় গোলটি করেন মাত্তেও পেসিনা। শেষ দিকে এসে সাসা কালাইচিচের দুর্দান্ত এক গোলে অস্ট্রিয়া ব্যবধান কমালেও সেটি শুধুই সান্ত্বনা ছিল। ২–১ গোলের জয়েই শেষ আট নিশ্চিত করেছে আজ্জুরিরা।
ওয়েম্বলিতে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ইতালি। আক্রমণের জবাব পাল্টা–আক্রমণে দেওয়ার পণ করেই যেন নেমেছিল অস্ট্রিয়া। এমনকি শুরু থেকে বল দখলেও ইতালির চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল অস্ট্রিয়া। মাঠের দখলে পিছিয়ে থাকলেও ইতালির আক্রমণগুলো ছিল গোছানো। অস্ট্রিয়ার আক্রমণে ধার থাকলেও, ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিল না।
বিরতির পরও আক্রমণ–প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। গ্রুপ পর্বের দাপুটে ইতালিকে বেশ চাপের মুখে রাখে ফ্রাঙ্কো ফোডার দল। ৬৫ মিনিটে ইতালিয়ান সমর্থকদের স্তব্ধ করে লিডও নিয়ে নেয় অস্ট্রিয়া। ভিএআরের কারণে সে যাত্রায় বেঁচে যায় রবার্তো মানচিনির দল। প্রথম ৯০ মিনিট দুই দলই চেষ্টা চালায় লিড নিতে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
অতিরিক্ত সময়ে অবশ্য ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইতালি। ৫ মিনিট যেতেই দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস তারকা কিয়েসা। ১০ মিনিট পর অস্ট্রিয়ার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পেসিনা। দুই গোলে পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি অস্ট্রিয়া। ১১ ম্যাচ পর প্রথম দল হিসেবে ঠিকই ইতালির রক্ষণদুর্গ ভেঙেছে তাঁরা। কিন্তু সেটি সান্ত্বনার বেশি কিছু দিতে পারেনি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রিয়াকে। শেষ আটে বেলজিয়াম ও পর্তুগাল ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে ইতালি।
ঢাকা : আক্রমণ–প্রতি আক্রমণের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ইতালির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে অস্ট্রিয়া। একটা সময় পর্যন্ত খেলা দেখে দুই দলকে আলাদা করাই মুশকিল হচ্ছিল। ইতালি ঠিকই স্বরূপে ফিরেছে। যদিও সেটি ৯০ মিনিটের পর, অতিরিক্ত সময়ে।
৯৫ মিনিটে ইতালিকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। ১০৫ মিনিটে অস্ট্রিয়ার বুক ভেঙে দ্বিতীয় গোলটি করেন মাত্তেও পেসিনা। শেষ দিকে এসে সাসা কালাইচিচের দুর্দান্ত এক গোলে অস্ট্রিয়া ব্যবধান কমালেও সেটি শুধুই সান্ত্বনা ছিল। ২–১ গোলের জয়েই শেষ আট নিশ্চিত করেছে আজ্জুরিরা।
ওয়েম্বলিতে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ইতালি। আক্রমণের জবাব পাল্টা–আক্রমণে দেওয়ার পণ করেই যেন নেমেছিল অস্ট্রিয়া। এমনকি শুরু থেকে বল দখলেও ইতালির চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল অস্ট্রিয়া। মাঠের দখলে পিছিয়ে থাকলেও ইতালির আক্রমণগুলো ছিল গোছানো। অস্ট্রিয়ার আক্রমণে ধার থাকলেও, ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিল না।
বিরতির পরও আক্রমণ–প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। গ্রুপ পর্বের দাপুটে ইতালিকে বেশ চাপের মুখে রাখে ফ্রাঙ্কো ফোডার দল। ৬৫ মিনিটে ইতালিয়ান সমর্থকদের স্তব্ধ করে লিডও নিয়ে নেয় অস্ট্রিয়া। ভিএআরের কারণে সে যাত্রায় বেঁচে যায় রবার্তো মানচিনির দল। প্রথম ৯০ মিনিট দুই দলই চেষ্টা চালায় লিড নিতে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
অতিরিক্ত সময়ে অবশ্য ঠিকই খোলস ছেড়ে বেরিয়ে আসে ইতালি। ৫ মিনিট যেতেই দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন জুভেন্টাস তারকা কিয়েসা। ১০ মিনিট পর অস্ট্রিয়ার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পেসিনা। দুই গোলে পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি অস্ট্রিয়া। ১১ ম্যাচ পর প্রথম দল হিসেবে ঠিকই ইতালির রক্ষণদুর্গ ভেঙেছে তাঁরা। কিন্তু সেটি সান্ত্বনার বেশি কিছু দিতে পারেনি। হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রিয়াকে। শেষ আটে বেলজিয়াম ও পর্তুগাল ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে ইতালি।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৮ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
৯ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
১০ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
১০ ঘণ্টা আগে