ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একবার জার্সি চেয়েছিলেন রবিন গোসেনস। তখন গোসেনসকে পাত্তাই দেননি রোনালদো। মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘নো!’ এমনকি ফিরেও তাকাননি কে তাঁর কাছে জার্সিটা চেয়েছিলেন! কাল পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে সেই রোনালদোকে নিজের ‘ওজন’টা বোঝালেন গোসেনস! পর্তুগালকে ৪-২ গোলে হারানোর ম্যাচে গোসেনস হেডে করেছেন দারুণ এক গোল।
কাল আলিয়াঞ্জ এরিনায় রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল জার্মানি। পরে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে পুরোনো ঘটনাটা মনে করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন গোসেনস। জার্সির ঘটনাটা ঘটেছিল গত মৌসুমে সিরি ‘আ’র আতালান্তা-জুভেন্টাস ম্যাচে। কাল সেটি নিয়ে জার্মান উইঙ্গার বলেছেন, ‘রোনালদোর কাছে জার্সি চেয়েছিলাম। সে (রোনালদো) আমাকে পাত্তাই দেয়নি! তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এ ঘটনায় নিজেকেই ধিক্কার দিয়েছিলাম।’
মিউনিখে গত রোববার ফ্রান্সের বিপক্ষে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ১-০তে হেরে ইউরো মিশন শুরু হয় জার্মানদের। কাল একই মাঠে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও পর্তুগালকে জার্মান বুলডোজারে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। কাল ৩-৪-২-১ ফরমেশনে ছক সাজিয়েছিলেন লো। ম্যাচ শেষে লোর প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘লো যা ভালো বুঝেছে, সে অনুযায়ী একাদশ সাজিয়েছে। মিডফিল্ডে জশুয়া কিমিখ, টনি ক্রুস ও ইকে গুনদোয়ান দুর্দান্ত খেলেছে।’
ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একবার জার্সি চেয়েছিলেন রবিন গোসেনস। তখন গোসেনসকে পাত্তাই দেননি রোনালদো। মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘নো!’ এমনকি ফিরেও তাকাননি কে তাঁর কাছে জার্সিটা চেয়েছিলেন! কাল পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে সেই রোনালদোকে নিজের ‘ওজন’টা বোঝালেন গোসেনস! পর্তুগালকে ৪-২ গোলে হারানোর ম্যাচে গোসেনস হেডে করেছেন দারুণ এক গোল।
কাল আলিয়াঞ্জ এরিনায় রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল জার্মানি। পরে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে পুরোনো ঘটনাটা মনে করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন গোসেনস। জার্সির ঘটনাটা ঘটেছিল গত মৌসুমে সিরি ‘আ’র আতালান্তা-জুভেন্টাস ম্যাচে। কাল সেটি নিয়ে জার্মান উইঙ্গার বলেছেন, ‘রোনালদোর কাছে জার্সি চেয়েছিলাম। সে (রোনালদো) আমাকে পাত্তাই দেয়নি! তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এ ঘটনায় নিজেকেই ধিক্কার দিয়েছিলাম।’
মিউনিখে গত রোববার ফ্রান্সের বিপক্ষে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ১-০তে হেরে ইউরো মিশন শুরু হয় জার্মানদের। কাল একই মাঠে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও পর্তুগালকে জার্মান বুলডোজারে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। কাল ৩-৪-২-১ ফরমেশনে ছক সাজিয়েছিলেন লো। ম্যাচ শেষে লোর প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘লো যা ভালো বুঝেছে, সে অনুযায়ী একাদশ সাজিয়েছে। মিডফিল্ডে জশুয়া কিমিখ, টনি ক্রুস ও ইকে গুনদোয়ান দুর্দান্ত খেলেছে।’
সমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৪ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
৪ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৫ ঘণ্টা আগে