ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একবার জার্সি চেয়েছিলেন রবিন গোসেনস। তখন গোসেনসকে পাত্তাই দেননি রোনালদো। মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘নো!’ এমনকি ফিরেও তাকাননি কে তাঁর কাছে জার্সিটা চেয়েছিলেন! কাল পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে সেই রোনালদোকে নিজের ‘ওজন’টা বোঝালেন গোসেনস! পর্তুগালকে ৪-২ গোলে হারানোর ম্যাচে গোসেনস হেডে করেছেন দারুণ এক গোল।
কাল আলিয়াঞ্জ এরিনায় রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল জার্মানি। পরে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে পুরোনো ঘটনাটা মনে করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন গোসেনস। জার্সির ঘটনাটা ঘটেছিল গত মৌসুমে সিরি ‘আ’র আতালান্তা-জুভেন্টাস ম্যাচে। কাল সেটি নিয়ে জার্মান উইঙ্গার বলেছেন, ‘রোনালদোর কাছে জার্সি চেয়েছিলাম। সে (রোনালদো) আমাকে পাত্তাই দেয়নি! তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এ ঘটনায় নিজেকেই ধিক্কার দিয়েছিলাম।’
মিউনিখে গত রোববার ফ্রান্সের বিপক্ষে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ১-০তে হেরে ইউরো মিশন শুরু হয় জার্মানদের। কাল একই মাঠে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও পর্তুগালকে জার্মান বুলডোজারে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। কাল ৩-৪-২-১ ফরমেশনে ছক সাজিয়েছিলেন লো। ম্যাচ শেষে লোর প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘লো যা ভালো বুঝেছে, সে অনুযায়ী একাদশ সাজিয়েছে। মিডফিল্ডে জশুয়া কিমিখ, টনি ক্রুস ও ইকে গুনদোয়ান দুর্দান্ত খেলেছে।’
ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একবার জার্সি চেয়েছিলেন রবিন গোসেনস। তখন গোসেনসকে পাত্তাই দেননি রোনালদো। মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘নো!’ এমনকি ফিরেও তাকাননি কে তাঁর কাছে জার্সিটা চেয়েছিলেন! কাল পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে সেই রোনালদোকে নিজের ‘ওজন’টা বোঝালেন গোসেনস! পর্তুগালকে ৪-২ গোলে হারানোর ম্যাচে গোসেনস হেডে করেছেন দারুণ এক গোল।
কাল আলিয়াঞ্জ এরিনায় রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল জার্মানি। পরে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে পুরোনো ঘটনাটা মনে করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন গোসেনস। জার্সির ঘটনাটা ঘটেছিল গত মৌসুমে সিরি ‘আ’র আতালান্তা-জুভেন্টাস ম্যাচে। কাল সেটি নিয়ে জার্মান উইঙ্গার বলেছেন, ‘রোনালদোর কাছে জার্সি চেয়েছিলাম। সে (রোনালদো) আমাকে পাত্তাই দেয়নি! তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এ ঘটনায় নিজেকেই ধিক্কার দিয়েছিলাম।’
মিউনিখে গত রোববার ফ্রান্সের বিপক্ষে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ১-০তে হেরে ইউরো মিশন শুরু হয় জার্মানদের। কাল একই মাঠে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও পর্তুগালকে জার্মান বুলডোজারে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। কাল ৩-৪-২-১ ফরমেশনে ছক সাজিয়েছিলেন লো। ম্যাচ শেষে লোর প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘লো যা ভালো বুঝেছে, সে অনুযায়ী একাদশ সাজিয়েছে। মিডফিল্ডে জশুয়া কিমিখ, টনি ক্রুস ও ইকে গুনদোয়ান দুর্দান্ত খেলেছে।’
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
২ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৩ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৫ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৫ ঘণ্টা আগে