ক্রীড়া ডেস্ক
ঢাকা: বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরও মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোরা শক্তই থেকেছেন। সবার সামনে শক্ত থাকলেও ড্রেসিংরুমে, সবার আড়ালে গিয়ে আর নিজেদের ধরে রাখতে পারেননি পর্তুগিজ খেলোয়াড়েরা। দুর্দান্ত খেলেও এভাবে বিদায় নেওয়াটা মানতেই পারছেন না রোনালদো-জোতারা। পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, হারের পর ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর শিষ্যরা।
পিছিয়ে পড়েও লড়াই চালিয়েছিল পর্তুগাল। গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাব্য সব চেষ্টাই করেছে তারা। পরাজয়ের ব্যাখ্যায় সান্তোস পরে সেটিই বললেন, ‘গোল হজমের পরও আমরা দমে যাইনি। ভেবেছিলাম আমরা ম্যাচে ফিরতে পারব। ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছে। তবে এদিন ভাগ্য আমাদের সহায় ছিল না, আর এটাই ফুটবল। আমরা খুবই হতাশ। ভেবেছিলাম ২০১৬ সালের পর এবারও আমরাই শিরোপা জিতব। ড্রেসিংরুমে ফিরেই কয়েকজন অনেক কেঁদেছে।’
৩০ গজ দূর থেকে থোরগান হ্যাজার্ডের নেওয়া শটে কপাল পুড়েছে পর্তুগালের। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখানো পর্তুগাল শুধু গোলটাই করতে পারেননি। এমন ফলে হতাশ কোচ সান্তোস। তিনি বলেছেন, ‘আমি মনে করি এটা ম্যাচের ন্যায্য ফল নয়। তবে তারা গোল করেছে, যেটা আমরা পারিনি। এটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। বেলজিয়াম পুরো ম্যাচে ছয়টি শট নিয়েই গোল করেছে। অন্যদিকে আমরা ২৯ শট নিয়েছি। এর মধ্যে দুটি পোস্টে লাগে। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি।’
দলের সবচেয়ে বড় তারকা রোনালদোর কথা আলাদা করেই বলেছেন সান্তোস। পর্তুগিজ অধিনায়কের পারফরম্যান্স নিয়ে তিনি সন্তুষ্ট, ‘টুর্নামেন্টে সে পাঁচ গোল করেছে। আজ (কাল) গোল করতে পারেনি। কিন্তু সে যে সত্যিকারের অধিনায়ক, ফুটবল বিশ্বের এটা সবাই জানে। আজকের (কাল) ম্যাচেও সে ভালো করার চেষ্টা করেছে।’
ঢাকা: বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরও মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোরা শক্তই থেকেছেন। সবার সামনে শক্ত থাকলেও ড্রেসিংরুমে, সবার আড়ালে গিয়ে আর নিজেদের ধরে রাখতে পারেননি পর্তুগিজ খেলোয়াড়েরা। দুর্দান্ত খেলেও এভাবে বিদায় নেওয়াটা মানতেই পারছেন না রোনালদো-জোতারা। পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, হারের পর ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর শিষ্যরা।
পিছিয়ে পড়েও লড়াই চালিয়েছিল পর্তুগাল। গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাব্য সব চেষ্টাই করেছে তারা। পরাজয়ের ব্যাখ্যায় সান্তোস পরে সেটিই বললেন, ‘গোল হজমের পরও আমরা দমে যাইনি। ভেবেছিলাম আমরা ম্যাচে ফিরতে পারব। ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছে। তবে এদিন ভাগ্য আমাদের সহায় ছিল না, আর এটাই ফুটবল। আমরা খুবই হতাশ। ভেবেছিলাম ২০১৬ সালের পর এবারও আমরাই শিরোপা জিতব। ড্রেসিংরুমে ফিরেই কয়েকজন অনেক কেঁদেছে।’
৩০ গজ দূর থেকে থোরগান হ্যাজার্ডের নেওয়া শটে কপাল পুড়েছে পর্তুগালের। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখানো পর্তুগাল শুধু গোলটাই করতে পারেননি। এমন ফলে হতাশ কোচ সান্তোস। তিনি বলেছেন, ‘আমি মনে করি এটা ম্যাচের ন্যায্য ফল নয়। তবে তারা গোল করেছে, যেটা আমরা পারিনি। এটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। বেলজিয়াম পুরো ম্যাচে ছয়টি শট নিয়েই গোল করেছে। অন্যদিকে আমরা ২৯ শট নিয়েছি। এর মধ্যে দুটি পোস্টে লাগে। সত্যি বলতে, আমি ভাষা হারিয়ে ফেলেছি।’
দলের সবচেয়ে বড় তারকা রোনালদোর কথা আলাদা করেই বলেছেন সান্তোস। পর্তুগিজ অধিনায়কের পারফরম্যান্স নিয়ে তিনি সন্তুষ্ট, ‘টুর্নামেন্টে সে পাঁচ গোল করেছে। আজ (কাল) গোল করতে পারেনি। কিন্তু সে যে সত্যিকারের অধিনায়ক, ফুটবল বিশ্বের এটা সবাই জানে। আজকের (কাল) ম্যাচেও সে ভালো করার চেষ্টা করেছে।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে