Ajker Patrika

ফুটবল রেখে কেন ক্রিকেট খেললেন কেনরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ জুন ২০২১, ১৯: ৪১
Thumbnail image

ঢাকা: আগেই নকআউট পর্বে পৌঁছে গেছে ইংল্যান্ড। চেক রিপাবলিকের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচটা ছিল আনুষ্ঠানিকতার। ম্যাচের আগে তাই  সময়টা একটু অন্য রকমভাবেই কাটাতে চেয়েছিল ইংল্যান্ড। আর তাতেই কিনা পুরো দল নিয়ে লর্ডসে হাজির গ্যারেথ সাউথগেট। ক্ষণিকের জন্য ফুটবল ছেড়ে ক্রিকেটে হারিয়ে গেলেন ইংলিশ দল।

শিষ্যদের নিয়ে লর্ডসের গ্যালারিতে আড্ডায় দলের কোচ গ্যারেথ সাউথগেটলর্ডস ঘুরে ওয়েম্বলিতে এসে নিজেদের কাজও ঠিকঠাক সেরেছেন কেনরা। চেক রিপাবলিকের বিপক্ষে সাউথগেটের দল জিতেছে ১-০ গোলে। হেন্ডারসন, কেনদের লর্ডসে ঘুরতে যাওয়া বেশ কাজেই দিয়েছে! লর্ডসে তাঁদের সময় কাটানোর ছবি টুইটারে পোস্ট করেছে ইংল্যান্ড দল ও ইউরো ২০২০ কর্তৃপক্ষ।

মাঠে জো রুট কিংবা বেন স্টোকসরা নয়, এদিন ছিলেন হ্যারি কেন জর্ডান হেন্ডারসনরাছবিতে দেখা যাচ্ছে, লর্ডসে টাঙানো ডব্লু জি গ্রেসের ছবির সামনে পোজ দিচ্ছেন হ্যারি কেন। ওদিকে দলের কোচ সাউথগেট আবার বিখ্যাত লর্ডসের গ্যালারিতে আড্ডায় মাতলেন। এদিকে জর্ডান হেন্ডারসন তো মাঠে কাল্পনিক কভার ড্রাইভ অনুশীলন করলেন। তাঁকে আউট করতে আবার স্লিপে সজাগ ইংল্যান্ড দলের ডিফেন্ডার টায়রন মিংস।

ডব্লু জি গ্রেসের সঙ্গে হ্যারি কেন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত