Ajker Patrika

কমলা উৎসব থেমে যাওয়ার দায় নিলেন ডি লিখট

আপডেট : ২৮ জুন ২০২১, ১৩: ২১
কমলা উৎসব থেমে যাওয়ার দায় নিলেন ডি লিখট

ঢাকা: দ্বিতীয়ার্ধের খেলা সবে শুরু। ৫৫ মিনিটে চেক রিপাবলিক স্ট্রাইকার প্যাট্রিক শিককে আটকাচ্ছিলেন  ম্যাথিস ডি লিখট। ট্যাকল করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন ডাচ ডিফেন্ডার। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে লাল কার্ড দেখান ডি লিখটকে। ১০ জনের দলে পরিণত হওয়া ডাচরা ২-০ গোলে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। আর তাতে নিজেরই দায় দেখছেন ডি লিখট।

প্রথমার্ধে নেদারল্যান্ডস-চেক রিপাবলিক ম্যাচ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ডি লিখট লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হওয়া ডাচরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।  ম্যাচ শেষে হতাশ কণ্ঠে সব দায় নিজের কাঁধে নিয়ে ডি লিখট বললেন, ‘আমার কারণেই দল হেরেছে। সব আমার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু মাটিতে পড়ার পর হাত দিয়ে বল বাউন্স করিয়েছি; যা করা মোটেই উচিত হয়নি আমার।’

ডি লিখট মাঠ ছেড়ে চলে যাওয়ার পরও ডাচরা চেষ্টা করেছে ম্যাচে ফিরে আসার। কিন্তু পারেনি। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সতীর্থদের পারফরম্যান্সে কোনো খামতি দেখছেন না ডাচ ডিফেন্ডার, ‘আমি মাঠ ছেড়ে চলে যাওয়ার পরও তারা যথেষ্ট লড়াই করেছে। কিন্তু লাল কার্ডটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সবকিছুর জন্য আমিই দায়ী। আমি খুবই অনুতপ্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৯, আহত শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত