ঢাকা: চেক প্রজাতন্ত্রের কাছে হেরে ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল ফেবারিট নেদারল্যান্ডস। পুসকাস স্টেডিয়ামে চেকদের জয় ২-০ গোলের ব্যবধানে।
নেদারল্যান্ডস-চেক ম্যাচের আগে স্টেডিয়ামে কমলা জার্সির ঢল নেমেছিল। ডাচরাও যে ছিল দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচে করেছিল ৮ গোল। কোনোভাবে নকআউট পর্বে ওঠা চেক প্রজাতন্ত্র আর কতটাই-বা লড়াই করবে! কিন্তু ২০০৪ সালের ইউরোতে ডাচদের স্তব্ধ করা সেই চেকদেরই যেন এবার দেখা গেল। আক্রমণাত্মক ফুটবলে জিতে শেষ আটে ওঠেছে পাভেল নেদভেদের উত্তরসূরিরা।
নকআউটের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের বার্তা দেয় চেক প্রজাতন্ত্র। আক্রমণে অবশ্য নেদারল্যান্ডসও পিছিয়ে ছিল না। পাল্টাপাল্টি আক্রমণের ধারায়ও গোল মুখ খুলতে পারেনি কোনো দল। গোলহীনভাবে শেষ হয় প্রথমার্ধ।
সব নাটক অবশ্য জমা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। এ সময় শুরু থেকে ডাচদের চেপে ধরে চেকরা। ডাচদের বিপদ আরও বাড়ে ৫৫ মিনিটে ডিফেন্ডার ম্যাথিয়াজ ডি লিট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। দশজনের নেদারল্যান্ডস তখন আরও বেশি কোনঠাসা। ডি লিট মাঠ ছাড়ার ১৪ মিনিট পর ভেঙে পড়ে ডাচদের রক্ষণ-দুর্গ। দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন টমাস হোলস। এই গোলের পর নেদারল্যান্ডসকে ঘুরে দাঁড়াতে না দিয়ে আরও চেপে ধরে চেকরা। ৮০ মিনিটে দারুণ ছন্দে থাকা প্যাটট্রিক শিক চেকদের এগিয়ে দেয় ২-০ গোলে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেকরা।
ইউরোতে গ্রুপ পর্বে পূর্ণ পয়েন্ট দলগুলোর ইতিহাস ভালো না। ১৯৮৪ সালে ফ্রান্স ও ২০০৮ সালে স্পেন ছাড়া আর কোনো দল শিরোপা জিততে পারেনি। নেদারল্যান্ডসও এবার সেই দুর্ভাগ্যের শিকার হলো। গ্রুপ পর্বে দাপুটে খেলে দ্বিতীয় রাউন্ডও পার করতে পারল না।
ঢাকা: চেক প্রজাতন্ত্রের কাছে হেরে ইউরোর দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল ফেবারিট নেদারল্যান্ডস। পুসকাস স্টেডিয়ামে চেকদের জয় ২-০ গোলের ব্যবধানে।
নেদারল্যান্ডস-চেক ম্যাচের আগে স্টেডিয়ামে কমলা জার্সির ঢল নেমেছিল। ডাচরাও যে ছিল দুর্দান্ত ছন্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচে করেছিল ৮ গোল। কোনোভাবে নকআউট পর্বে ওঠা চেক প্রজাতন্ত্র আর কতটাই-বা লড়াই করবে! কিন্তু ২০০৪ সালের ইউরোতে ডাচদের স্তব্ধ করা সেই চেকদেরই যেন এবার দেখা গেল। আক্রমণাত্মক ফুটবলে জিতে শেষ আটে ওঠেছে পাভেল নেদভেদের উত্তরসূরিরা।
নকআউটের লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের বার্তা দেয় চেক প্রজাতন্ত্র। আক্রমণে অবশ্য নেদারল্যান্ডসও পিছিয়ে ছিল না। পাল্টাপাল্টি আক্রমণের ধারায়ও গোল মুখ খুলতে পারেনি কোনো দল। গোলহীনভাবে শেষ হয় প্রথমার্ধ।
সব নাটক অবশ্য জমা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। এ সময় শুরু থেকে ডাচদের চেপে ধরে চেকরা। ডাচদের বিপদ আরও বাড়ে ৫৫ মিনিটে ডিফেন্ডার ম্যাথিয়াজ ডি লিট লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। দশজনের নেদারল্যান্ডস তখন আরও বেশি কোনঠাসা। ডি লিট মাঠ ছাড়ার ১৪ মিনিট পর ভেঙে পড়ে ডাচদের রক্ষণ-দুর্গ। দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন টমাস হোলস। এই গোলের পর নেদারল্যান্ডসকে ঘুরে দাঁড়াতে না দিয়ে আরও চেপে ধরে চেকরা। ৮০ মিনিটে দারুণ ছন্দে থাকা প্যাটট্রিক শিক চেকদের এগিয়ে দেয় ২-০ গোলে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেকরা।
ইউরোতে গ্রুপ পর্বে পূর্ণ পয়েন্ট দলগুলোর ইতিহাস ভালো না। ১৯৮৪ সালে ফ্রান্স ও ২০০৮ সালে স্পেন ছাড়া আর কোনো দল শিরোপা জিততে পারেনি। নেদারল্যান্ডসও এবার সেই দুর্ভাগ্যের শিকার হলো। গ্রুপ পর্বে দাপুটে খেলে দ্বিতীয় রাউন্ডও পার করতে পারল না।
সমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
৪ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
৪ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৫ ঘণ্টা আগে