ক্রীড়া ডেস্ক
ঢাকা: ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতালির অর্জনের খাতায় যোগ হয়েছে অনেক কিছু। এই জয়ে ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করে গ্রুপের তিন ম্যাচই জিতল ইতালি। সেই সঙ্গে ইউরোতে ২০০০ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে আৎজুরি।
ভিট্টোরিও পোজোর অধীনে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ওয়েলসের বিপক্ষে জয়ে এবার নিজেদের রেকর্ড স্পর্শ করল রবার্তো মানচিনির দল। টানা ১০ ম্যাচে জয় পাওয়া আজ্জুরিরা এই ম্যাচেও ছন্দ ধরে রেখেছে। নিজেদের শেষ ১০ ম্যাচে ৩১টি গোল করার বিপরীতে আৎজুরিদের জালে বল জড়াতে পারেনি কেউই। নকআউট পর্বে না হারলে ৮০ বছর পর টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থেকে নিজেদেরই রেকর্ড ভাঙবে ইতালি।
২০১৮ বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এই ইতালিয়ান কিংবদন্তির জাদুর ছোঁয়ায় যেন পাল্টে গেছে পুরো দলের ছবি। মানচিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র দুটি ম্যাচে হেরেছে ইতালি। সবশেষ ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে ন্যাশনস লিগে হেরেছিল তারা। এরপর থেকে এখন পর্যন্ত অজেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এমন অনন্য অর্জনের পরও মানচিনি মাটিতে পা রাখছেন। তাঁর ছেলেদেরও সতর্ক করে দিয়েছেন, যেন আত্মতুষ্টিতে না ভোগেন। সেই সঙ্গে মানচিনি মনে করেন, কাগজ–কলমে পোজোর দলের রেকর্ড স্পর্শ করলেও অর্জনের দিক দিয়ে তাঁরা অনেক এগিয়ে ছিলেন। ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘পোজো অনেক শিরোপা জিতিয়েছেন দলকে। আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর শেষ ষোলোতে যাওয়া মানেই তো শিরোপা জেতা নয়। নকআউট পর্বে আসা সব দলই শক্তিশালী। যে কেউই শিরোপা জিততে পারে।’
ঢাকা: ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতালির অর্জনের খাতায় যোগ হয়েছে অনেক কিছু। এই জয়ে ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করে গ্রুপের তিন ম্যাচই জিতল ইতালি। সেই সঙ্গে ইউরোতে ২০০০ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে আৎজুরি।
ভিট্টোরিও পোজোর অধীনে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ওয়েলসের বিপক্ষে জয়ে এবার নিজেদের রেকর্ড স্পর্শ করল রবার্তো মানচিনির দল। টানা ১০ ম্যাচে জয় পাওয়া আজ্জুরিরা এই ম্যাচেও ছন্দ ধরে রেখেছে। নিজেদের শেষ ১০ ম্যাচে ৩১টি গোল করার বিপরীতে আৎজুরিদের জালে বল জড়াতে পারেনি কেউই। নকআউট পর্বে না হারলে ৮০ বছর পর টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থেকে নিজেদেরই রেকর্ড ভাঙবে ইতালি।
২০১৮ বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এই ইতালিয়ান কিংবদন্তির জাদুর ছোঁয়ায় যেন পাল্টে গেছে পুরো দলের ছবি। মানচিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র দুটি ম্যাচে হেরেছে ইতালি। সবশেষ ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে ন্যাশনস লিগে হেরেছিল তারা। এরপর থেকে এখন পর্যন্ত অজেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এমন অনন্য অর্জনের পরও মানচিনি মাটিতে পা রাখছেন। তাঁর ছেলেদেরও সতর্ক করে দিয়েছেন, যেন আত্মতুষ্টিতে না ভোগেন। সেই সঙ্গে মানচিনি মনে করেন, কাগজ–কলমে পোজোর দলের রেকর্ড স্পর্শ করলেও অর্জনের দিক দিয়ে তাঁরা অনেক এগিয়ে ছিলেন। ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘পোজো অনেক শিরোপা জিতিয়েছেন দলকে। আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর শেষ ষোলোতে যাওয়া মানেই তো শিরোপা জেতা নয়। নকআউট পর্বে আসা সব দলই শক্তিশালী। যে কেউই শিরোপা জিততে পারে।’
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৮ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
৯ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
১০ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
১০ ঘণ্টা আগে