Ajker Patrika

এই ইতালি শুধু গোল দেয়, খায় না

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ জুন ২০২১, ১৪: ৫৪
এই ইতালি শুধু গোল দেয়, খায় না

ঢাকা: ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতালির অর্জনের খাতায় যোগ হয়েছে অনেক কিছু। এই জয়ে ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করে গ্রুপের তিন ম্যাচই জিতল ইতালি। সেই সঙ্গে ইউরোতে ২০০০ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে আৎজুরি।

ভিট্টোরিও পোজোর অধীনে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ওয়েলসের বিপক্ষে জয়ে এবার নিজেদের রেকর্ড স্পর্শ করল রবার্তো মানচিনির দল। টানা ১০ ম্যাচে জয় পাওয়া আজ্জুরিরা এই ম্যাচেও ছন্দ ধরে রেখেছে। নিজেদের শেষ ১০ ম্যাচে ৩১টি গোল করার বিপরীতে আৎজুরিদের জালে বল জড়াতে পারেনি কেউই। নকআউট পর্বে না হারলে ৮০ বছর পর টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থেকে নিজেদেরই রেকর্ড ভাঙবে ইতালি।

২০১৮ বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এই ইতালিয়ান কিংবদন্তির জাদুর ছোঁয়ায় যেন পাল্টে গেছে পুরো দলের ছবি। মানচিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র দুটি ম্যাচে হেরেছে ইতালি। সবশেষ ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে ন্যাশনস লিগে হেরেছিল তারা। এরপর থেকে এখন পর্যন্ত অজেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এমন অনন্য অর্জনের পরও মানচিনি মাটিতে পা রাখছেন। তাঁর ছেলেদেরও সতর্ক করে দিয়েছেন, যেন আত্মতুষ্টিতে না ভোগেন। সেই সঙ্গে মানচিনি মনে করেন, কাগজ–কলমে পোজোর দলের রেকর্ড স্পর্শ করলেও অর্জনের দিক দিয়ে তাঁরা অনেক এগিয়ে ছিলেন। ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘পোজো অনেক শিরোপা জিতিয়েছেন দলকে। আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর শেষ ষোলোতে যাওয়া মানেই তো শিরোপা জেতা নয়। নকআউট পর্বে আসা সব দলই শক্তিশালী। যে কেউই শিরোপা জিততে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত