ঢাকা: ‘সায়মন জার, অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন তা অতুলনীয়। আপনাকে স্যালুট’—ইউরো কর্তৃপক্ষের এই টুইটই আপনাকে একজন আসল অধিনায়কের পরিচয় তুলে ধরবে। কাল ডেনমার্কের কোপেনহেগেন স্টেডিয়ামে ক্রিস্টিয়ান এরিকসেন হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়লে অধিনায়ক সায়মন যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আসলেই অতুলনীয়। শুধু অধিনায়ক সায়মনই নন, এরিকসেনের সতীর্থরাও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাও প্রশংসার দাবিদার।
প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক সায়মন এরিকসনের কাছে গিয়ে বুকে হাত দিয়ে তাঁর শ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। এরপর খুব দ্রুত মেডিকেল টিম ডেকে সিপিআরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) ব্যবস্থা করেছেন সায়মন। স্বামী এরিকসেনের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই স্ত্রী সাবরিনা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ড্যানিশ অধিনায়ক তখন সাবরিনাকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ‘চিন্তা কোরো না। আমরা সবাই তোমার স্বামীর পাশে আছি।’
এরিকসেনকে হাসপাতালে নিতে উয়েফা ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরে উয়েফা এরিকসেনের জ্ঞান ফেরার খবর জানালে আবারও শুরু হয় ম্যাচটি । তখন ডেনমার্ক দল তো বটেই, ফিনল্যান্ড দলও ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পড়ে ম্যাচের ৫৯ মিনিটে জোয়েল ফোজানপালোর গোলে (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে ফিনিসরা।
ম্যাচের ফল ছাপিয়ে এই মানবিকতার দৃষ্টান্তই হয়ে ওঠে মূল আলোচ্য বিষয়। ডেনমার্ক অধিনায়কের বন্দনায় মেতে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ইউরো কর্তৃপক্ষের টুইট তো বটেই, সায়মনকে প্রশংসায় ভাসিয়েছেন আরও অনেকেই।
ঢাকা: ‘সায়মন জার, অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন তা অতুলনীয়। আপনাকে স্যালুট’—ইউরো কর্তৃপক্ষের এই টুইটই আপনাকে একজন আসল অধিনায়কের পরিচয় তুলে ধরবে। কাল ডেনমার্কের কোপেনহেগেন স্টেডিয়ামে ক্রিস্টিয়ান এরিকসেন হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়লে অধিনায়ক সায়মন যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আসলেই অতুলনীয়। শুধু অধিনায়ক সায়মনই নন, এরিকসেনের সতীর্থরাও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাও প্রশংসার দাবিদার।
প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক সায়মন এরিকসনের কাছে গিয়ে বুকে হাত দিয়ে তাঁর শ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। এরপর খুব দ্রুত মেডিকেল টিম ডেকে সিপিআরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) ব্যবস্থা করেছেন সায়মন। স্বামী এরিকসেনের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই স্ত্রী সাবরিনা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ড্যানিশ অধিনায়ক তখন সাবরিনাকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ‘চিন্তা কোরো না। আমরা সবাই তোমার স্বামীর পাশে আছি।’
এরিকসেনকে হাসপাতালে নিতে উয়েফা ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরে উয়েফা এরিকসেনের জ্ঞান ফেরার খবর জানালে আবারও শুরু হয় ম্যাচটি । তখন ডেনমার্ক দল তো বটেই, ফিনল্যান্ড দলও ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পড়ে ম্যাচের ৫৯ মিনিটে জোয়েল ফোজানপালোর গোলে (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে ফিনিসরা।
ম্যাচের ফল ছাপিয়ে এই মানবিকতার দৃষ্টান্তই হয়ে ওঠে মূল আলোচ্য বিষয়। ডেনমার্ক অধিনায়কের বন্দনায় মেতে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ইউরো কর্তৃপক্ষের টুইট তো বটেই, সায়মনকে প্রশংসায় ভাসিয়েছেন আরও অনেকেই।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৩ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৬ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে