ক্রীড়া ডেস্ক
ঢাকা: ‘সায়মন জার, অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন তা অতুলনীয়। আপনাকে স্যালুট’—ইউরো কর্তৃপক্ষের এই টুইটই আপনাকে একজন আসল অধিনায়কের পরিচয় তুলে ধরবে। কাল ডেনমার্কের কোপেনহেগেন স্টেডিয়ামে ক্রিস্টিয়ান এরিকসেন হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়লে অধিনায়ক সায়মন যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আসলেই অতুলনীয়। শুধু অধিনায়ক সায়মনই নন, এরিকসেনের সতীর্থরাও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাও প্রশংসার দাবিদার।
প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক সায়মন এরিকসনের কাছে গিয়ে বুকে হাত দিয়ে তাঁর শ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। এরপর খুব দ্রুত মেডিকেল টিম ডেকে সিপিআরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) ব্যবস্থা করেছেন সায়মন। স্বামী এরিকসেনের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই স্ত্রী সাবরিনা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ড্যানিশ অধিনায়ক তখন সাবরিনাকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ‘চিন্তা কোরো না। আমরা সবাই তোমার স্বামীর পাশে আছি।’
এরিকসেনকে হাসপাতালে নিতে উয়েফা ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরে উয়েফা এরিকসেনের জ্ঞান ফেরার খবর জানালে আবারও শুরু হয় ম্যাচটি । তখন ডেনমার্ক দল তো বটেই, ফিনল্যান্ড দলও ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পড়ে ম্যাচের ৫৯ মিনিটে জোয়েল ফোজানপালোর গোলে (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে ফিনিসরা।
ম্যাচের ফল ছাপিয়ে এই মানবিকতার দৃষ্টান্তই হয়ে ওঠে মূল আলোচ্য বিষয়। ডেনমার্ক অধিনায়কের বন্দনায় মেতে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ইউরো কর্তৃপক্ষের টুইট তো বটেই, সায়মনকে প্রশংসায় ভাসিয়েছেন আরও অনেকেই।
ঢাকা: ‘সায়মন জার, অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন তা অতুলনীয়। আপনাকে স্যালুট’—ইউরো কর্তৃপক্ষের এই টুইটই আপনাকে একজন আসল অধিনায়কের পরিচয় তুলে ধরবে। কাল ডেনমার্কের কোপেনহেগেন স্টেডিয়ামে ক্রিস্টিয়ান এরিকসেন হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়লে অধিনায়ক সায়মন যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আসলেই অতুলনীয়। শুধু অধিনায়ক সায়মনই নন, এরিকসেনের সতীর্থরাও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাও প্রশংসার দাবিদার।
প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক সায়মন এরিকসনের কাছে গিয়ে বুকে হাত দিয়ে তাঁর শ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। এরপর খুব দ্রুত মেডিকেল টিম ডেকে সিপিআরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) ব্যবস্থা করেছেন সায়মন। স্বামী এরিকসেনের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই স্ত্রী সাবরিনা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ড্যানিশ অধিনায়ক তখন সাবরিনাকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ‘চিন্তা কোরো না। আমরা সবাই তোমার স্বামীর পাশে আছি।’
এরিকসেনকে হাসপাতালে নিতে উয়েফা ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরে উয়েফা এরিকসেনের জ্ঞান ফেরার খবর জানালে আবারও শুরু হয় ম্যাচটি । তখন ডেনমার্ক দল তো বটেই, ফিনল্যান্ড দলও ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পড়ে ম্যাচের ৫৯ মিনিটে জোয়েল ফোজানপালোর গোলে (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে ফিনিসরা।
ম্যাচের ফল ছাপিয়ে এই মানবিকতার দৃষ্টান্তই হয়ে ওঠে মূল আলোচ্য বিষয়। ডেনমার্ক অধিনায়কের বন্দনায় মেতে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ইউরো কর্তৃপক্ষের টুইট তো বটেই, সায়মনকে প্রশংসায় ভাসিয়েছেন আরও অনেকেই।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে