ঢাকা: ইতালির জয়রথ যেন থামানোই যাচ্ছে না। এ নিয়ে জিতল টানা ২৯ আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচের মতো রোমে সুইজারল্যান্ডের বিপক্ষেও জিতল দাপটের সঙ্গে। মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় পৌঁছলেন রবার্তো মানচিনির শিষ্যরা।
ম্যাচের শুরুতেই গোলের সহজ সুযোগ নষ্ট করে ইতালি। ১০ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি সিরো ইমোবিল। দুই মিনিট পর স্ট্রাইকার ডোমেনিকো বেরার্দির আক্রমণ প্রতিহত হয় সুইস রক্ষণভাগে। ১৯ মিনিটে কর্নার থেকে পাওয়া ক্রস জালে জড়িয়ে আনন্দে মেতে ওঠেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। ভার রিপ্লেতে 'হ্যান্ডবল' প্রমাণিত হলে ক্ষণিকের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মানচিনির শিষ্যদের কাছে।
ডেডলক ভাঙতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ইতালির। ২৬ মিনিটে বেরার্দির সহায়তায় লোকাতেল্লি সুইস রক্ষণভাগকে সুকৌশলে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন। সুইজারল্যান্ড প্রতি আক্রমণ করলেও ইতালির রক্ষণভাগ ছিলেন সতর্ক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুটা হয় দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ দিয়ে। ৪৬ মিনিটে সুইস স্ট্রাইকার জার্দান শাকিরির বাঁ পায়ের শট বাধা পায় ইতালিয়ান রক্ষণ দেওয়ালে। এক মিনিট পরেই সুইস মিডফিল্ডার রিকার্দো রদ্রিগেজের কর্নার থেকে ক্রসে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ডিফেন্ডার নিকো এলভেদি।
ইতালিকে দ্বিতীয়বার উৎসব করার সুযোগ এনে দেন লোকাতেল্লি। ৫২ মিনিটে নিকোলো বেরেল্লার সহায়তায় ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। ৬৪ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। মিডফিল্ডার স্টিভেন জুবের শট নিলেও তা ঠেকিয়ে দিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক জিওভান্নি দোনারুমা৷
ইতালির পাল্টা আক্রমণে যেন সুইস রক্ষণভাগের নাভিশ্বাস ওঠে। ৭৩ ও ৭৫ মিনিটে দুবার সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারা ইমোবিল ৮৯ মিনিটে আর ভুল করেননি। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সুইস গোলরক্ষক ইয়ান সোমারকে বোকা বানিয়ে দলের তৃতীয় গোলটি করেন ইমোবিল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা।
ঢাকা: ইতালির জয়রথ যেন থামানোই যাচ্ছে না। এ নিয়ে জিতল টানা ২৯ আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচের মতো রোমে সুইজারল্যান্ডের বিপক্ষেও জিতল দাপটের সঙ্গে। মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় পৌঁছলেন রবার্তো মানচিনির শিষ্যরা।
ম্যাচের শুরুতেই গোলের সহজ সুযোগ নষ্ট করে ইতালি। ১০ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি সিরো ইমোবিল। দুই মিনিট পর স্ট্রাইকার ডোমেনিকো বেরার্দির আক্রমণ প্রতিহত হয় সুইস রক্ষণভাগে। ১৯ মিনিটে কর্নার থেকে পাওয়া ক্রস জালে জড়িয়ে আনন্দে মেতে ওঠেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। ভার রিপ্লেতে 'হ্যান্ডবল' প্রমাণিত হলে ক্ষণিকের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মানচিনির শিষ্যদের কাছে।
ডেডলক ভাঙতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ইতালির। ২৬ মিনিটে বেরার্দির সহায়তায় লোকাতেল্লি সুইস রক্ষণভাগকে সুকৌশলে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন। সুইজারল্যান্ড প্রতি আক্রমণ করলেও ইতালির রক্ষণভাগ ছিলেন সতর্ক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুটা হয় দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ দিয়ে। ৪৬ মিনিটে সুইস স্ট্রাইকার জার্দান শাকিরির বাঁ পায়ের শট বাধা পায় ইতালিয়ান রক্ষণ দেওয়ালে। এক মিনিট পরেই সুইস মিডফিল্ডার রিকার্দো রদ্রিগেজের কর্নার থেকে ক্রসে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ডিফেন্ডার নিকো এলভেদি।
ইতালিকে দ্বিতীয়বার উৎসব করার সুযোগ এনে দেন লোকাতেল্লি। ৫২ মিনিটে নিকোলো বেরেল্লার সহায়তায় ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। ৬৪ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। মিডফিল্ডার স্টিভেন জুবের শট নিলেও তা ঠেকিয়ে দিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক জিওভান্নি দোনারুমা৷
ইতালির পাল্টা আক্রমণে যেন সুইস রক্ষণভাগের নাভিশ্বাস ওঠে। ৭৩ ও ৭৫ মিনিটে দুবার সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারা ইমোবিল ৮৯ মিনিটে আর ভুল করেননি। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সুইস গোলরক্ষক ইয়ান সোমারকে বোকা বানিয়ে দলের তৃতীয় গোলটি করেন ইমোবিল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
২ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে