একে একে চলে গেলেন পরিবারের সবাই
আশুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় বছরের ছেলে জুবায়ের, তার বাবা মকবুল, বড় ছেলে জয় ও রেখার গর্ভে থাকা সন্তানের পর এবার মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ রেখা। এই ঘটনায় রেখাসহ মকবুলের পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। এভাবে একের পর এক চলে মারা গেলেন পরিবারের সবাই। এ নিয়ে এলাকায় চলছে শোকের মাতম।