Ajker Patrika

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে পৃথক দুটি ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১৪: ৫৫
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে পৃথক দুটি ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আলমগর ও যাত্রাপুর এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম কাইয়ূম (৫৫)। তিনি সিলেটের জগন্নাথপুরের বাসিন্দা। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে যাত্রাপুর এলাকায় রেললাইন পারাপার হতে গিয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে কাটা পড়ে ২৫ বছরের এক অজ্ঞাত যুবক নিহত হন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আলমনগর এলাকায় একইভাবে ট্রেনে কাটা পড়ে কাইয়ূম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত