মনোতোষ হাওলাদার, বরগুনা
বরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভেতরে তৈরি করা হয়েছে মাছের ঘের, কৃষি প্রকল্প, গবাদিপশুর খামার। চলছে মাদক কারবার। আর এর সবই হচ্ছে বন বিভাগকে ম্যানেজ করে।
জানা গেছে, নদী ও সাগরতীরবর্তী বনাঞ্চলের হাজার হাজার গাছ কেটে অবৈধভাবে সাগরের বিস্তীর্ণ এলাকা দখল করে চলছে খুটাজাল-বাণিজ্য। আর এসব বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে খোদ বিভাগীয় বন সংরক্ষক মো. সফিকুল ইসলাম এবং সহকারী বন সংরক্ষক ও বরগুনা অঞ্চলের রেঞ্জার আখতারুজ্জামানের বিরুদ্ধে। সরেজমিন পরিদর্শনে বন বিভাগের এমন নজিরবিহীন অনিয়ম-দুর্নীতির ভয়ংকর চিত্র উঠে এসেছে। খোদ বন বিভাগের কর্মচারীদের অভিযোগ, আখতারুজ্জামান বরগুনায় যোগদানের পর থেকেই বনাঞ্চলের অনিয়ম-দুর্নীতি বেড়ে গেছে। তিনি প্রতি মাসে কয়েক লাখ টাকা মাসোহারা নেন অবৈধ করাতকল থেকে শুরু করে মাছের ঘের, বসতবাড়ি এমনকি মাছ ধরার ট্রলারের দরিদ্র জেলেদের কাছ থেকেও।
করাতকল লাইসেন্স বিধিমালা, ২০১২ অনুযায়ী সব লাইসেন্স প্রদানের এখতিয়ার বন বিভাগের। সেখানে সুস্পষ্টভাবে বলা আছে, ‘সংরক্ষিত, রক্ষিত, অর্পিত বা অন্য যেকোনো ধরনের সরকারি বন ভূমির সীমানা হইতে ন্যূনতম ১০ কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপন করা যাবে না।’ অথচ ১০ কিলোমিটার তো দূরের কথা, বনভূমির দু-তিন শ গজের মধ্যে রয়েছে এমন করাতকলের সংখ্যা শুধু বরগুনা জেলায় হবে অন্তত ২৫টি। পটুয়াখালী ও বরগুনা বন অঞ্চল মিলিয়ে এই সংখ্যা হবে অর্ধশতাধিক। এসব করাতকল থেকে প্রতি মাসে নিয়মিত মাসোহারা নেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
সরেজমিন বরগুনার কুমিরমারা, গোড়াপদ্মা ও নিশানবাড়িয়ার বনভূমি ঘুরে দেখা গেছে, কোটি টাকার ভুয়া প্রকল্পে বনের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে দীর্ঘ কাঁচা রাস্তা। বরগুনা সদরের নলটোনা ইউনিয়নের বঙ্গোপসাগর-তীরবর্তী কুমিরমারা বনভূমির গহিনে কুমিরমারা খালের মৌজায় দেখা গেছে, বন বিভাগের সহস্রাধিক গাছ কেটে নির্মাণ করা হয়েছে ১৫ ফুট প্রশস্ত কাঁচা সড়ক। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ এমপি গোলাম সরোয়ার টুকুর আমলে গত বছর ২০২৪ সালের শুরুর দিকে সড়কটি নির্মাণ করা হয়। স্থানীয় পরিবেশকর্মীদের অব্যাহত প্রতিবাদ ও আন্দোলনের মুখেও বন্ধ হয়নি সে সড়ক নির্মাণের কাজ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন সাবেক ইউপি সদস্য বলেন, ‘সড়কটি নির্মাণ করা হয়েছে ভুয়া প্রকল্পের অধীনে। এলাকাবাসীসহ তিনি তখন এ কাজে বাধা দেন। কিন্তু তা কেউ শোনেনি। তিনি আরও বলেন, বন বিভাগ এ বিষয়ে কোনো আপত্তি দেয়নি; বরং ওই ভুয়া প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছে বলে আমরা শুনেছি।’
কুমিরমারা গ্রামের বেড়িবাঁধ থেকে শুরু হয়ে বন বিভাগের সহস্রাধিক গাছ কেটে বনভূমি উজাড় করে সংরক্ষিত বনের গহিনে চলে গেছে নবনির্মিত দীর্ঘ একটি কাঁচা সড়ক। সড়কটি ধরে কুমিরমারা খালের মৌজায় গিয়ে দেখা গেছে, মাটি কাটার এক্সকাভেটর দিয়ে কাটা সারি সারি মাছের ঘের, কৃষি প্রকল্প এবং টিনের তৈরি ঘরবাড়ি। স্থানীয় গ্রামবাসীর শত শত গবাদিপশুর নির্বিঘ্ন চারণভূমি সেখানে। কুমিরমারা বনভূমির পাশেই গোড়াপদ্মা বনভূমি। যেখানে জেলা পরিষদের উদ্যোগে একটি ডাকবাংলো করা হয়েছে। এর পাশ দিয়েই বনের শত শত গাছ কেটে বনের ভেতরে তৈরি করা হয়েছে মাটির সড়ক। বছর দুই আগে নির্মিত এই সড়কের অধিকাংশই জোয়ার ও জলোচ্ছ্বাসে বিলীন হয়ে গেছে। বন বিভাগের উদাসীনতায় বেশির ভাগ সময়ে স্থানীয় মাদক কারবারিদের মাদক সেবন ও বাণিজ্যের নিরাপদ রুট হয়ে উঠেছে এসব গহিন বনভূমি। কুমিরমারা বনভূমির পরেই নিশানবাড়িয়ার সংরক্ষিত বন। এখানেই বন উজাড় করে বানানো হয়েছে শতাধিক বসতবাড়ি, মাছের ঘের, গবাদিপশুর খামার।
জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে সংরক্ষিত বনের গাছ কেটে মাছের ঘের করা হয়েছে। একই দৃশ্য দেখা গেছে বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে; বিশেষ করে বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের সীমানায় কুয়াকাটা মহাসড়ক-সংলগ্ন বাইপাস এলাকায় সংরক্ষিত বনভূমি উজাড় করে মাছের ঘের এবং বসতবাড়ি বানানোর মহোৎসব দেখা গেছে।
ভুক্তভোগী স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত, রক্ষিত, অর্পিত এবং সামাজিক বনায়ন সংরক্ষণে বন বিভাগের একটি প্রকল্পের নাম সুফল প্রকল্প। এই প্রকল্পের অধীনে চলছে নজিরবিহীন অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা। বনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন সুবিধাভোগী বাছাই করা হয়েছে উৎকোচ নিয়ে। এতে বাদ পড়েছে বনের সঙ্গে সম্পৃক্ত প্রকৃত সুবিধাভোগীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা অঞ্চলের রেঞ্জার আখতারুজ্জামান বলেন, ‘আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো মিথ্যা।’ এই বলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় সামাজিক বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, ‘বনের জমি দখল কিংবা বনের মধ্যে কোনো ধরনের করাতকল স্থাপন করা আইনত দণ্ডনীয়। আমাদের কোনো কর্মকর্তা এসব দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভেতরে তৈরি করা হয়েছে মাছের ঘের, কৃষি প্রকল্প, গবাদিপশুর খামার। চলছে মাদক কারবার। আর এর সবই হচ্ছে বন বিভাগকে ম্যানেজ করে।
জানা গেছে, নদী ও সাগরতীরবর্তী বনাঞ্চলের হাজার হাজার গাছ কেটে অবৈধভাবে সাগরের বিস্তীর্ণ এলাকা দখল করে চলছে খুটাজাল-বাণিজ্য। আর এসব বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে খোদ বিভাগীয় বন সংরক্ষক মো. সফিকুল ইসলাম এবং সহকারী বন সংরক্ষক ও বরগুনা অঞ্চলের রেঞ্জার আখতারুজ্জামানের বিরুদ্ধে। সরেজমিন পরিদর্শনে বন বিভাগের এমন নজিরবিহীন অনিয়ম-দুর্নীতির ভয়ংকর চিত্র উঠে এসেছে। খোদ বন বিভাগের কর্মচারীদের অভিযোগ, আখতারুজ্জামান বরগুনায় যোগদানের পর থেকেই বনাঞ্চলের অনিয়ম-দুর্নীতি বেড়ে গেছে। তিনি প্রতি মাসে কয়েক লাখ টাকা মাসোহারা নেন অবৈধ করাতকল থেকে শুরু করে মাছের ঘের, বসতবাড়ি এমনকি মাছ ধরার ট্রলারের দরিদ্র জেলেদের কাছ থেকেও।
করাতকল লাইসেন্স বিধিমালা, ২০১২ অনুযায়ী সব লাইসেন্স প্রদানের এখতিয়ার বন বিভাগের। সেখানে সুস্পষ্টভাবে বলা আছে, ‘সংরক্ষিত, রক্ষিত, অর্পিত বা অন্য যেকোনো ধরনের সরকারি বন ভূমির সীমানা হইতে ন্যূনতম ১০ কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপন করা যাবে না।’ অথচ ১০ কিলোমিটার তো দূরের কথা, বনভূমির দু-তিন শ গজের মধ্যে রয়েছে এমন করাতকলের সংখ্যা শুধু বরগুনা জেলায় হবে অন্তত ২৫টি। পটুয়াখালী ও বরগুনা বন অঞ্চল মিলিয়ে এই সংখ্যা হবে অর্ধশতাধিক। এসব করাতকল থেকে প্রতি মাসে নিয়মিত মাসোহারা নেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
সরেজমিন বরগুনার কুমিরমারা, গোড়াপদ্মা ও নিশানবাড়িয়ার বনভূমি ঘুরে দেখা গেছে, কোটি টাকার ভুয়া প্রকল্পে বনের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে দীর্ঘ কাঁচা রাস্তা। বরগুনা সদরের নলটোনা ইউনিয়নের বঙ্গোপসাগর-তীরবর্তী কুমিরমারা বনভূমির গহিনে কুমিরমারা খালের মৌজায় দেখা গেছে, বন বিভাগের সহস্রাধিক গাছ কেটে নির্মাণ করা হয়েছে ১৫ ফুট প্রশস্ত কাঁচা সড়ক। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ এমপি গোলাম সরোয়ার টুকুর আমলে গত বছর ২০২৪ সালের শুরুর দিকে সড়কটি নির্মাণ করা হয়। স্থানীয় পরিবেশকর্মীদের অব্যাহত প্রতিবাদ ও আন্দোলনের মুখেও বন্ধ হয়নি সে সড়ক নির্মাণের কাজ।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন সাবেক ইউপি সদস্য বলেন, ‘সড়কটি নির্মাণ করা হয়েছে ভুয়া প্রকল্পের অধীনে। এলাকাবাসীসহ তিনি তখন এ কাজে বাধা দেন। কিন্তু তা কেউ শোনেনি। তিনি আরও বলেন, বন বিভাগ এ বিষয়ে কোনো আপত্তি দেয়নি; বরং ওই ভুয়া প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছে বলে আমরা শুনেছি।’
কুমিরমারা গ্রামের বেড়িবাঁধ থেকে শুরু হয়ে বন বিভাগের সহস্রাধিক গাছ কেটে বনভূমি উজাড় করে সংরক্ষিত বনের গহিনে চলে গেছে নবনির্মিত দীর্ঘ একটি কাঁচা সড়ক। সড়কটি ধরে কুমিরমারা খালের মৌজায় গিয়ে দেখা গেছে, মাটি কাটার এক্সকাভেটর দিয়ে কাটা সারি সারি মাছের ঘের, কৃষি প্রকল্প এবং টিনের তৈরি ঘরবাড়ি। স্থানীয় গ্রামবাসীর শত শত গবাদিপশুর নির্বিঘ্ন চারণভূমি সেখানে। কুমিরমারা বনভূমির পাশেই গোড়াপদ্মা বনভূমি। যেখানে জেলা পরিষদের উদ্যোগে একটি ডাকবাংলো করা হয়েছে। এর পাশ দিয়েই বনের শত শত গাছ কেটে বনের ভেতরে তৈরি করা হয়েছে মাটির সড়ক। বছর দুই আগে নির্মিত এই সড়কের অধিকাংশই জোয়ার ও জলোচ্ছ্বাসে বিলীন হয়ে গেছে। বন বিভাগের উদাসীনতায় বেশির ভাগ সময়ে স্থানীয় মাদক কারবারিদের মাদক সেবন ও বাণিজ্যের নিরাপদ রুট হয়ে উঠেছে এসব গহিন বনভূমি। কুমিরমারা বনভূমির পরেই নিশানবাড়িয়ার সংরক্ষিত বন। এখানেই বন উজাড় করে বানানো হয়েছে শতাধিক বসতবাড়ি, মাছের ঘের, গবাদিপশুর খামার।
জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে সংরক্ষিত বনের গাছ কেটে মাছের ঘের করা হয়েছে। একই দৃশ্য দেখা গেছে বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে; বিশেষ করে বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের সীমানায় কুয়াকাটা মহাসড়ক-সংলগ্ন বাইপাস এলাকায় সংরক্ষিত বনভূমি উজাড় করে মাছের ঘের এবং বসতবাড়ি বানানোর মহোৎসব দেখা গেছে।
ভুক্তভোগী স্থানীয়দের অভিযোগ, সংরক্ষিত, রক্ষিত, অর্পিত এবং সামাজিক বনায়ন সংরক্ষণে বন বিভাগের একটি প্রকল্পের নাম সুফল প্রকল্প। এই প্রকল্পের অধীনে চলছে নজিরবিহীন অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা। বনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন সুবিধাভোগী বাছাই করা হয়েছে উৎকোচ নিয়ে। এতে বাদ পড়েছে বনের সঙ্গে সম্পৃক্ত প্রকৃত সুবিধাভোগীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা অঞ্চলের রেঞ্জার আখতারুজ্জামান বলেন, ‘আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো মিথ্যা।’ এই বলে তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় সামাজিক বন বিভাগের উপবন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, ‘বনের জমি দখল কিংবা বনের মধ্যে কোনো ধরনের করাতকল স্থাপন করা আইনত দণ্ডনীয়। আমাদের কোনো কর্মকর্তা এসব দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর গেন্ডারিয়াতে পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজি গ্যারেজের কমর্চারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ৮টার দিকে কর্তব্য
১৯ মিনিট আগেদেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি। খনিটি দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও ভাগ্যের উন্নয়ন হয়নি খনি এলাকার বাসিন্দাদের। এ যেন বাতির নিচেই অন্ধকার। খনিতে ২০-২৫ বছর ধরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ২৭৬ জন কর্মচারী চাকরি করলেও খনি কর্তৃপক্ষের উদাসীনতায় আজও তাঁদের চাকরি স্থায়ী হয়নি...
২৭ মিনিট আগেবগুড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালাক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে মারা যাওয়া আয়া মাসুমাকে ভোলার বোরহানউদ্দিনে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় নিজ এলাকায় তাঁর জানাজা শেষে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দাফন
৩৯ মিনিট আগে