Ajker Patrika

একে একে চলে গেলেন পরিবারের সবাই

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৭: ৩৭
একে একে চলে গেলেন পরিবারের সবাই

আশুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় বছরের ছেলে জুবায়ের, তার বাবা মকবুল, বড় ছেলে জয় ও রেখার গর্ভে থাকা সন্তানের পর এবার মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ রেখা। এই ঘটনায় রেখাসহ মকবুলের পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। এভাবে একের পর এক চলে মারা গেলেন পরিবারের সবাই। এ নিয়ে এলাকায় চলছে শোকের মাতম।

গতকাল সোমবার রাত ১০ টা ৩০ মিনিটে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেখার মৃত্যু হয়। নিহত মকবুলের চাচা মমিনুল ইসলাম রেখার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মকবুলের চাচা মো. মমিনুল ইসলাম জানান, সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের শেষ সদস্য মকবুলের স্ত্রী রেখাও মৃত্যুবরণ করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় নিহত মকবুল হোসেনের ছেলে জুবায়ের (৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় মকবুল হোসেন (৪০) ও তার স্ত্রী রেখা বেগম (৩২) এবং তাদের আরেক ছেলে জয় (১২) ও ভবনের বাসিন্দা জামিয়া রহমানসহ ১০ জন দগ্ধ হন।

তাঁরা মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ও ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরের দিন বুধবার বিকেলে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মকবুল হোসেন। এ ছাড়াও মকবুলেল স্ত্রী রেখার গর্ভে থাকা একটি সন্তানও মৃত্যুবরণ করে। গত রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মকবুলের বড় ছেলে জয় মারা যান। পরিবারের শেষ ব্যক্তি রেখা শেখ হাসিনা বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে ছিলেন। অবশেষে গতকাল রাতে তিনিও মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত