Ajker Patrika

৭০ জনের নামে মামলা পুলিশের, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০: ৪৯
৭০ জনের নামে মামলা পুলিশের, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রামবাসীর দুই পক্ষে সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনায় ৭০ জনের নামে মামলা করেছে পুলিশ। এ মামলায় আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলার বাদী আশুগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মফিজ উদ্দিন খান।

এদিকে মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার চরচারতলা গ্রামের আনু সর্দারের বাড়ির মোখলেছ মিয়া (৪০), সজল মিয়া (২০), চরচারতলা গ্রামের মোল্লা বাড়ির নাহিদুল ইসলাম (২৫) ও কেসকি বাড়ির জীবন (১৯)। গ্রেপ্তার আসামিদের গতকাল রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আনু সরকারের বাড়ি ও শেয়াল বাড়ির লোকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অন্তত ৪ জন পুলিশ সদস্য ও এক স্থানীয় সাংবাদিক আহত হন। এ ঘটনায় ৭০ জনের নামোল্লেখ এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গতকাল পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, পরবর্তী সময়ে যাতে আর সংঘর্ষের ঘটনা না ঘটে তাঁর জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত