Ajker Patrika

একই দিনে আ.লীগের দুই পক্ষের বর্ধিত সভা

মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ২০ মে ২০২২, ১৫: ১৪
একই দিনে আ.লীগের দুই পক্ষের বর্ধিত সভা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে একই দিনে আলাদা বর্ধিত সভা করেছে দলটির দুপক্ষের নেতা-কর্মীরা। সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের বিরোধ আবারও প্রকাশ্যে এল। গতকাল বৃহস্পতিবার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ট্রেনিং সেন্টার মিলনায়তনে ও সরকারি শ্রমকল্যাণ কেন্দ্র মিলনায়তনে দুটি বর্ধিত সভা হয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগ বলছে, সরকারি শ্রমকল্যাণ কেন্দ্র মিলনায়তনে যে সভা হয়েছে সেটি বর্ধিত সভা নয়। ওই সভা জেলা কমিটির অনুমোদন ছাড়া হয়েছে। সভায় যারা গেছেন, তাঁরা নিজ দায়িত্বে গেছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. সফিউল্লাহ মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মুন্সীর মধ্যে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। এ কারণে আহ্বায়ক কমিটি দিয়েই আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে বিভিন্ন ইউনিয়নে চলে পাল্টাপাল্টি কমিটি গঠনের খেলা। এ অবস্থায় দলটির আসন্ন উপজেলা সম্মেলনকে ঘিরে উভয় গ্রুপের বিরোধ আবারও মাথা চারা দিয়ে উঠেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. সফিউল্লাহ মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য র. আ . ম উবায়দুল মোক্তাদির চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সহপ্রচার সম্পাদক স্বপন কুমার রায় ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ প্রমুখ।

কিন্তু এতে যোগ না দিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মুন্সীর নেতৃত্বে আরেকটি সভা করা হয়েছে।

সরকারি শ্রমকল্যাণ কেন্দ্র মিলনায়তনে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন মো. হানিফ মুন্সী। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন।

জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ . ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন, সরকারি শ্রমকল্যাণ কেন্দ্র মিলনায়তনে যে সভা হয়েছে সেটি বর্ধিত সভা নয়। জেলা কমিটির অনুমোদন ছাড়া ওই সভা হয়েছে। সভায় যারা গেছেন, তাঁরা নিজ দায়িত্বে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত