Ajker Patrika

স্বামীরটি ফেলে দিয়ে চাতাল সর্দারের দেওয়া সিম ব্যবহার করতেন লিমা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০: ৫৫
স্বামীরটি ফেলে দিয়ে চাতাল সর্দারের দেওয়া সিম ব্যবহার করতেন লিমা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মিষ্টিতে বিষ মিশিয়ে দুই শিশু সন্তানকে হত্যায় ঘটনায় স্ত্রী লিমা বেগম ও তাঁর প্রেমিকের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন শিশু দুটির বাবা মো. ইসমাইল হোসেন। 

আজ বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদকের সঙ্গে ইসমাইলের কথা হয়। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। সিলেটে একটি ইটভাটায় শুধু স্লিপ বিতরণের কাজ করেন। 

ইসমাইল বলেন, ‘আমার স্ত্রী লিমা বেগম বাড়িতে থাকে। পাশাপাশি একটি চাতাল কলে কাজ করে। আমি দূরে থাকায় যোগাযোগ করার জন্য লিমাকে একটি ফোন ও সিম দিয়েছিলাম। কয়দিন পর সে আমার দেওয়া সেই সিম পরিবর্তন করে ফেলে। আমি তাঁকে জিজ্ঞাসা করি কেন, এই সিম কেন পরিবর্তন করা হলো। তখন মিল সর্দার সফিউল্লাহ ওরফে সফো সর্দার বলেন, তোমার নম্বর অনেকে জানে, তোমার স্ত্রীকে অনেকে ফোন করে বিরক্ত করে, তাই আমি একটি সিম দিয়েছি।’ 

ইসমাইল জানান, এর পর থেকে স্ত্রীকে তাঁর সন্দেহ হচ্ছিল। সেই সন্দেহ আজ বাস্তবে পরিণত হলো উল্লেখ করে শোকে কাতর ইসমাইল বলেন, ‘আমার সন্তান ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) তারা দুজনে মিলে মিষ্টিতে বিষ মিশিয়ে হত্যা করেছে।’ স্ত্রী লিমা বেগম ও তাঁর পরকীয়া প্রেমিক চাতাল মিল সর্দার সফিউল্লাহ ওরফে সফো সর্দারের ফাঁসি দাবি করেন তিনি। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘মোবাইল ফোনের সূত্র ধরেই মামলার তদন্তে আগাই। লিমা বেগমের ফোন পর্যালোচনা করে দেখা যায় ঘণ্টার পর ঘণ্টা কথা হয় একটি ফোন নম্বরে। কিন্তু যে নম্বরে এত কথা হয় সেই নম্বর তাঁর স্বামীর নয়। সেই নম্বরটি চাতাল মিল সর্দার সফিউল্লাহ ওরফে সফো সর্দারের। তারপর আমরা নিশ্চিত হই লিমা বেগম পরকীয়া প্রেমে আসক্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত