Ajker Patrika

জ্বরের সিরাপ সেবনে দুই সহোদরের মৃত্যুর অভিযোগ

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৭: ১৫
জ্বরের সিরাপ সেবনে দুই সহোদরের মৃত্যুর অভিযোগ

আশুগঞ্জে জ্বরের সিরাপ সেবন করে মো. ইয়াসিন খান (৭) ও মুরসালিন খান (৪) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহতদের বাবার নাম ইসমাইল হোসেনের।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। জ্বর না কমায় সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে প্যারাসিটামল সিরাপ কিনে নিয়ে আসেন। রাত ৮টার দিকে ইয়াসিন ও মুরসালিনকে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে ৮টার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। একপর্যায়ে তাদের মুমূর্ষু অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পথেই প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়। 

এ বিষয়ে আশুগঞ্জ থানার উপপরিদর্শক মো. মিজান বলেন, ‘শিশু দুটির মৃত্যুর খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে সিরাপের বোতল উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা ফার্মেসি দোকান বন্ধ পাওয়া গেছে। দোকানের মালিক মাইনুদ্দিন পলাতক।’ 

আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত