অনুমোদন নেই হাসপাতালের চটকদার প্রচারে প্রতারণা
চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের ওহি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ডাক্তার নেই, নার্স নেই কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনও নেই। তবুও হাসপাতালের নামে চলছে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানা রকম প্রচার।