Ajker Patrika

বয়স কমিয়ে সাবরেজিস্ট্রি অফিস সহকারীর প্রতারণা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫: ২১
বয়স কমিয়ে সাবরেজিস্ট্রি অফিস সহকারীর প্রতারণা

রাজশাহীর চারঘাট সাবরেজিস্ট্রি অফিস সহকারীর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বয়স কমিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঢাকার নিবন্ধন মহাপরিদর্শক রাজশাহী জেলা রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন ও মতামত চেয়েছেন।

চারঘাট উপজেলা সাবরেজিস্ট্রার শাহীন আলী আজকের পত্রিকাকে বলেন, সুফিয়া খাতুনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়েছে। অফিসের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত তাঁর বেতন স্থগিত করা হয়েছে। তিনি অফিশিয়াল কোনো কাগজপত্রে সাক্ষর করতে পারবেন না। শুধু অফিসে আসবেন এবং যাবেন।

সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, সুফিয়া খাতুন সাবরেজিস্ট্রি অফিসে ২০ বছরের অধিক সময় নকলনবিশ ও টিসি পদে কর্মরত ছিলেন। ওই সময় কাগজপত্রে তাঁর জন্ম তারিখ ছিল ১১ মার্চ ১৯৬২। পরে ২০১৪ সালে তিনি অফিস সহকারী হিসেবে যোগ দেন। এ সময় তিনি প্রতারণার মাধ্যমে এসএসসি সনদ ও জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে অবসর গ্রহণের তারিখ নির্ধারণের আবেদন করেন। সেখানে জন্ম তারিখ উল্লেখ করেন ১৫ ফেব্রুয়ারি ১৯৭০।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে বয়স দুই রকম হওয়া নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ফৌজদারি মামলা করে নিবন্ধন মহাপরিদর্শককে জানানো হয়।

এদিকে অভিযুক্ত অফিস সহকারী সুফিয়া খাতুন বলেন, ‘আমি কোনো প্রতারণার আশ্রয় নিইনি। যখন নকলনবিশ হিসেবে যোগদান করেছিলাম তখন চাকরি সরকারি ছিল না। এ জন্য একটা আনুমানিক বয়স দিয়েছিলাম। পরবর্তীতে যখন অফিস সহকারী হিসেবে যোগদান করি তখন জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদে উল্লেখিত জন্ম তারিখ দিয়েছি। এ জন্য বয়স নিয়ে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে আমি সব কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করি, খুব দ্রুতই বিষয়টার সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত