Ajker Patrika

বিলে সবুজের সমারোহ

মিজানুর রহমান, তানোর
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৩: ১৪
বিলে সবুজের সমারোহ

যেদিকে চোখ যায়, সেদিকে শুধু সবুজ। চলমান বোরো মৌসুমে নাব্যতা হারানো তানোরের বিলকুমারী বিলজুড়ে এখন সবুজের সমারোহ। বিলের বুকে এখন ফসলের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষক।

তানোর উপজেলার পূর্ব দিকের সীমানা ঘেঁষে ঐতিহ্যবাহী শিব নদীর উপশাখা বিলকুমারী বিল। সেখানে লাগানো ফসল পরিপুষ্ট হয়ে বিলটি সবুজে ছেয়ে গেছে।

গতকাল রোববার বিলের কিছু এলাকা ঘুরে আদিগন্ত সবুজের গালিচা পাতা দেখা গেছে। সেখানে মাঠের পর মাঠ ধানের আবাদ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের কার্তিক-অগ্রহায়ণ মাসে বিলের জমিতে বীজতলা করেন এ বিলের ধারের কৃষকেরা। পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত এসব বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। এখন চলছে ফসল পরিচর্যার সময়। কিছুদিনের মধ্যে সোনালি ধানের শিষ দোল খাবে।

উপজেলার জিওল গ্রামের কৃষক শাকিল বলেন, এবার ভালোভাবে চলছে তাঁদের চাষাবাদ। বিলে এবার ধানের ফলন অনেক ভালো হবে বলে আশা করছেন তিনি। তাঁর মতো আশাবাদী উপজেলার গোকুল গ্রামের কৃষক হাফিজুর রহমানসহ অন্য কৃষকেরাও।

উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রেজা বলেন, তানোর উপজেলার চান্দুড়িয়া ও কামারগাঁ ইউনিয়ন এবং তানোর পৌরসভা ও মোহনপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে বিলকুমারী বিল। এ বছর তানোরজুড়ে ১৩ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হচ্ছে। এর মধ্যে বিলকুমারী বিলে প্রায় ১ হাজার ১০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরোর।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আজকের পত্রিকাকে জানান, কৃষি অফিসের মাঠপর্যায়ে তদারকি, সময়মতো কীটনাশক প্রয়োগ ও কীট দমনে প্রাকৃতিক পদ্ধতির ব্যবহার, কৃষকদের অক্লান্ত পরিশ্রম—সর্বোপরি আবহাওয়া ভালো থাকলে এবার বোরোর ফলন প্রত্যাশার চেয়েও ভালো হবে।।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, বিলকুমারী বিলের উৎপাদিত ফসল জাতীয় অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে। বর্তমান বিলের সবুজ প্রকৃতির দিকে তাকালে চোখ ভরে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত