Ajker Patrika

চারঘাটে ডায়রিয়ার প্রকোপ

চারঘাট প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২: ০৯
Thumbnail image

রাজশাহীর চারঘাটে হঠাৎ রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা। শয্যা না পেয়ে মেঝেতে থেকেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শহীদুল ইসলাম রবিন গতকাল সোমবার বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে গরমের তীব্রতা বেড়েছে। এতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে ১৫৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্য ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন রোগী। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

গতকাল সোমবার সকালে সরেজমিন দেখা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে এদিন ৪৩ জন ডায়রিয়া রোগী ও ১৮ জন অন্য রোগী ভর্তি ছিলেন। আসন সংকুলান না হওয়ায় রোগীরা মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া হাসপাতালের বহির্বিভাগে ও বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রেও রোটা ভাইরাসে আক্রান্ত রোগীরা চিকিৎসা পরামর্শ নিচ্ছেন।

উপজেলার রাওথা গ্রামের বাসিন্দা রুনা বেগম বলেন, ডায়রিয়ায় আক্রান্ত তাঁর তিন বছরের ছেলেকে দুদিন আগে এখানে ভর্তি করিয়েছেন। ছেলের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তবে সব ওষুধ হাসপাতালে পাওয়া যাচ্ছে না।

মিয়াপুর গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন গতকাল বলেন, ‘আমার আম্মু পরশু রাত থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করিয়েছি। তবে শয্যা পাইনি, মেঝেতে চিকিৎসা চলছে। সব ধরনের ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।’

স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মাহমুদা খানম বলেন, ‘এক সপ্তাহ আগেও ডায়রিয়া আক্রান্ত রোগীর এত চাপ ছিল না। এখন প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। সেবা দিতে আমরাও হিমশিম খাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত রোগী হঠাৎ বেড়েছে। আমরা রোগীদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি। রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ রয়েছে। এবার ডায়রিয়া আক্রান্তের হার বেশি। এর হাত থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত