কেন লিগ হয় না, সেই উত্তর আজও পেলাম না
আমি যখন থেকে খেলা শুরু করেছি, কখনো দেখিনি যে প্রতিবছর নিয়ম মেনে লিগ হচ্ছে। তবু তখন এক বছর বিরতি দিয়ে হলেও লিগ হতো। এরপর ব্যবধানটা বাড়তে থাকল। সবশেষ লিগের আগে তো চার বছরের ব্যবধান ছিল। আমরা খেলোয়াড়েরা আশায় থাকি, আমাদের অবস্থা এখন এমন যে লিগ হলে হবে...