Ajker Patrika

বাংলাদেশের সুরোর ঘুষিতে থাই বক্সার কুপোকাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৯: ১৪
Thumbnail image

পেশাদার বক্সিংয়ে জয়রথ ছুটছে সুরো কৃষ্ণ চাকমার। এবার বাংলাদেশি বক্সারের ঘুষিতে দ্বিতীয় রাউন্ডেই ধরাশায়ী হয়েছেন থাইল্যান্ডের বক্সার সর্নরামকে সোপাকুল।

‘ওয়ে অব দ্য চ্যাম্পিয়নস: রোয়ার অফ ড্রাগনস’ নামের বক্সিং ইভেন্টটি আজ হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্পেসপ্লাস ভেন্যুতে। সুরোর প্রতিপক্ষ সোপাকুল থাইল্যান্ডের প্রসিদ্ধ বক্সারদের একজন। ছয় রাউন্ডের ইভেন্টটি তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই ধারণা করা হচ্ছিল।

প্রথম রাউন্ডে সমানে লড়াই চললেও মাত্র দ্বিতীয় রাউন্ডেই সুরোর কাছে হার মেনেছেন থাই বক্সার। ১ মিনিট ৫০ সেকেন্ডের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশি লাইট ওয়েট বক্সারের বক্সারের ঘুষিতে নক আউট হয়ে যান সর্নরামকে সোপাকুল।

পেশাদার বক্সিংয়ে সাত ম্যাচের সব গুলোতেই অপরাজিত রইলেন সুরো। গত বছরের সেপ্টেম্বরে নেপালের মহেন্দ্র বাহাদুরকে হারিয়ে এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি।

‘ওয়ে অব দ্য চ্যাম্পিয়নস: রোয়ার অফ ড্রাগনস’ ইভেন্টটি থাইল্যান্ডের সবচেয়ে বড় বক্সিং ইভেন্ট। ইভেন্টতে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের পেশাদার বক্সাররা অংশ নিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত