এর চেয়ে তো রিকশা চালানো ভালো
বাংলাদেশের আর্চারিতে গতকাল সকালটা ছিল অস্থিরতায় ভরা। হঠাৎ ছড়িয়ে পড়ল, আন্তর্জাতিক আর্চারি থেকে অবসর নিয়েছেন ২০২১ টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়া তিরন্দাজ রোমান সানা। অবসরের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজকের পত্রিকার কাছে শুধু ক্ষোভই নয়, অনেক আফসোস-আক্ষেপও ঝরেছে দেশের তারকা তিরন্দাজের কণ্ঠে। সাক্ষাৎকার