নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনার তোড় জোর ছিল খুব বেশি। আজকেই ঢাকায় নেমে খেলা পরিচালনার জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলে আসেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আসা দুই আম্পায়ার। ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আর সাবেক চ্যাম্পিয়ন ঊষার মধ্যে হওয়ার কারণেই মূলত এত সাবধানতা।
আড়াই বছরের বেশি সময় পর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হকির দুই পরাশক্তি মেরিনার্স ও ঊষা। গত মাসেই ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ঊষা। কিন্তু কে জানত আজ পুরোপুরি উল্টো কিছু হতে চলেছে!
২০১৮ সালের পর লিগে ফেরা ঊষা আজকে রীতিমতো ছেলেখেলা করল মেরিনার্সকে নিয়ে। মাহাবুব হোসেনের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব কাপের হারের দারুণ এক শোধই তুলেছে লিগে চারবারের চ্যাম্পিয়নরা।
অথচ ম্যাচের শুরুটা বলছিল উল্টো কথা। ক্লাব কাপের কথা মনে করিয়ে দিয়ে ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। ঊষা প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ দিয়েছে মোহাম্মদ শরীকের কল্যাণে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষাকে সমতায় ফেরান এই ভারতীয়। গোল শোধ দিয়ে ঊষা মেরিনার্সকে আবারও চমকে দিয়েছে দুই মিনিট বাদেই। ফিল্ড গোলে ঊষার ব্যবধান ২-১ করেন তৈয়ব আলী।
দুই ভারতীয়কে নিয়ে মেরিনার্সের খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভারতীয় প্রদীপ মোর একা যথেষ্ট করলেও মেরিনার্সের অন্য খেলোয়াড়েরা তেমন তাঁকে সহযোগিতা করতে পারেননি। আটটির মতো পেনাল্টি কর্নার পেয়েও মামুনুর রশীদের গোল পোস্টে প্রবেশ করাতে পেরেছে মাত্র একবার।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ঊষা ব্যবধান ৩-১ করে ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে। গোলটি হয়েছে পরিকল্পিত আক্রমণ দিয়ে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পরপর দুই গোলে মেরিনার্সকে হতাশায় ডোবান ঊষার মাহাবুব হোসেন।
এই ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনার তোড় জোর ছিল খুব বেশি। আজকেই ঢাকায় নেমে খেলা পরিচালনার জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলে আসেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আসা দুই আম্পায়ার। ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আর সাবেক চ্যাম্পিয়ন ঊষার মধ্যে হওয়ার কারণেই মূলত এত সাবধানতা।
আড়াই বছরের বেশি সময় পর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হকির দুই পরাশক্তি মেরিনার্স ও ঊষা। গত মাসেই ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ঊষা। কিন্তু কে জানত আজ পুরোপুরি উল্টো কিছু হতে চলেছে!
২০১৮ সালের পর লিগে ফেরা ঊষা আজকে রীতিমতো ছেলেখেলা করল মেরিনার্সকে নিয়ে। মাহাবুব হোসেনের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব কাপের হারের দারুণ এক শোধই তুলেছে লিগে চারবারের চ্যাম্পিয়নরা।
অথচ ম্যাচের শুরুটা বলছিল উল্টো কথা। ক্লাব কাপের কথা মনে করিয়ে দিয়ে ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। ঊষা প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ দিয়েছে মোহাম্মদ শরীকের কল্যাণে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষাকে সমতায় ফেরান এই ভারতীয়। গোল শোধ দিয়ে ঊষা মেরিনার্সকে আবারও চমকে দিয়েছে দুই মিনিট বাদেই। ফিল্ড গোলে ঊষার ব্যবধান ২-১ করেন তৈয়ব আলী।
দুই ভারতীয়কে নিয়ে মেরিনার্সের খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভারতীয় প্রদীপ মোর একা যথেষ্ট করলেও মেরিনার্সের অন্য খেলোয়াড়েরা তেমন তাঁকে সহযোগিতা করতে পারেননি। আটটির মতো পেনাল্টি কর্নার পেয়েও মামুনুর রশীদের গোল পোস্টে প্রবেশ করাতে পেরেছে মাত্র একবার।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ঊষা ব্যবধান ৩-১ করে ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে। গোলটি হয়েছে পরিকল্পিত আক্রমণ দিয়ে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পরপর দুই গোলে মেরিনার্সকে হতাশায় ডোবান ঊষার মাহাবুব হোসেন।
লিটন দাসের হাতে সোনালি ট্রফি, মুখে চওড়া হাসি। সর্বশেষ বাংলাদেশ বিদেশ থেকে কোনো সিরিজের ট্রফি জিতে ফিরেছিল লিটনেরই নেতৃত্বে, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মাঝে ৬টা মাস বাংলাদেশের বড্ড কঠিন সময় গেল। টানা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছিল দল। ব্যর্থ হওয়ার তালিকায় আছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার...
১৯ মিনিট আগেজয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১১ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১৩ ঘণ্টা আগে