নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনার তোড় জোর ছিল খুব বেশি। আজকেই ঢাকায় নেমে খেলা পরিচালনার জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলে আসেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আসা দুই আম্পায়ার। ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আর সাবেক চ্যাম্পিয়ন ঊষার মধ্যে হওয়ার কারণেই মূলত এত সাবধানতা।
আড়াই বছরের বেশি সময় পর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হকির দুই পরাশক্তি মেরিনার্স ও ঊষা। গত মাসেই ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ঊষা। কিন্তু কে জানত আজ পুরোপুরি উল্টো কিছু হতে চলেছে!
২০১৮ সালের পর লিগে ফেরা ঊষা আজকে রীতিমতো ছেলেখেলা করল মেরিনার্সকে নিয়ে। মাহাবুব হোসেনের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব কাপের হারের দারুণ এক শোধই তুলেছে লিগে চারবারের চ্যাম্পিয়নরা।
অথচ ম্যাচের শুরুটা বলছিল উল্টো কথা। ক্লাব কাপের কথা মনে করিয়ে দিয়ে ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। ঊষা প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ দিয়েছে মোহাম্মদ শরীকের কল্যাণে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষাকে সমতায় ফেরান এই ভারতীয়। গোল শোধ দিয়ে ঊষা মেরিনার্সকে আবারও চমকে দিয়েছে দুই মিনিট বাদেই। ফিল্ড গোলে ঊষার ব্যবধান ২-১ করেন তৈয়ব আলী।
দুই ভারতীয়কে নিয়ে মেরিনার্সের খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভারতীয় প্রদীপ মোর একা যথেষ্ট করলেও মেরিনার্সের অন্য খেলোয়াড়েরা তেমন তাঁকে সহযোগিতা করতে পারেননি। আটটির মতো পেনাল্টি কর্নার পেয়েও মামুনুর রশীদের গোল পোস্টে প্রবেশ করাতে পেরেছে মাত্র একবার।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ঊষা ব্যবধান ৩-১ করে ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে। গোলটি হয়েছে পরিকল্পিত আক্রমণ দিয়ে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পরপর দুই গোলে মেরিনার্সকে হতাশায় ডোবান ঊষার মাহাবুব হোসেন।
এই ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনার তোড় জোর ছিল খুব বেশি। আজকেই ঢাকায় নেমে খেলা পরিচালনার জন্য মওলানা ভাসানী স্টেডিয়ামে চলে আসেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে আসা দুই আম্পায়ার। ম্যাচটা বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স আর সাবেক চ্যাম্পিয়ন ঊষার মধ্যে হওয়ার কারণেই মূলত এত সাবধানতা।
আড়াই বছরের বেশি সময় পর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। প্রথম ম্যাচেই মুখোমুখি হকির দুই পরাশক্তি মেরিনার্স ও ঊষা। গত মাসেই ক্লাব কাপের সেমিফাইনালে মেরিনার্সের কাছে ৮-৪ গোলে বিধ্বস্ত হয়েছিল ঊষা। কিন্তু কে জানত আজ পুরোপুরি উল্টো কিছু হতে চলেছে!
২০১৮ সালের পর লিগে ফেরা ঊষা আজকে রীতিমতো ছেলেখেলা করল মেরিনার্সকে নিয়ে। মাহাবুব হোসেনের জোড়া গোলে বর্তমান চ্যাম্পিয়নদের ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব কাপের হারের দারুণ এক শোধই তুলেছে লিগে চারবারের চ্যাম্পিয়নরা।
অথচ ম্যাচের শুরুটা বলছিল উল্টো কথা। ক্লাব কাপের কথা মনে করিয়ে দিয়ে ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে মেরিনার্সকে এগিয়ে নেন সোহানুর রহমান সবুজ। ঊষা প্রথম কোয়ার্টারেই সেই গোল শোধ দিয়েছে মোহাম্মদ শরীকের কল্যাণে। ৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ঊষাকে সমতায় ফেরান এই ভারতীয়। গোল শোধ দিয়ে ঊষা মেরিনার্সকে আবারও চমকে দিয়েছে দুই মিনিট বাদেই। ফিল্ড গোলে ঊষার ব্যবধান ২-১ করেন তৈয়ব আলী।
দুই ভারতীয়কে নিয়ে মেরিনার্সের খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভারতীয় প্রদীপ মোর একা যথেষ্ট করলেও মেরিনার্সের অন্য খেলোয়াড়েরা তেমন তাঁকে সহযোগিতা করতে পারেননি। আটটির মতো পেনাল্টি কর্নার পেয়েও মামুনুর রশীদের গোল পোস্টে প্রবেশ করাতে পেরেছে মাত্র একবার।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে ঊষা ব্যবধান ৩-১ করে ভারতীয় ইশরাত ইকতিদারের গোলে। গোলটি হয়েছে পরিকল্পিত আক্রমণ দিয়ে। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে পরপর দুই গোলে মেরিনার্সকে হতাশায় ডোবান ঊষার মাহাবুব হোসেন।
বলটি ধেয়ে আসছিল এলমান মতিনের দিকেই। কিন্তু নাগালের বাইরে হওয়ায় নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। উল্টো তা রিসিভ করতে হয় মাঠের বাইরে থাকা এক সাংবাদিককে। তাঁর এমন দক্ষতায় মতিন হাসিমুখে বলে ওঠেন ‘নাইস’। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলারের বাংলায় কথা বলতে তেমন কোনো জড়তা নেই, বাচনভঙ্গি স্বভাবতই ইংরেজদের...
১৪ মিনিট আগেলাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে আজ জিতলে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আর যদি হেরে যায় ‘যদি-কিন্তু’র দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের...
৩৮ মিনিট আগেপাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে একটাই লক্ষ্যের কথা জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। সে লক্ষ্য, বিশ্বকাপ নিশ্চিত করা। টানা তিন ম্যাচ জিতে সে লক্ষ্যের খুব কাছে চলে এলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বেড়েছে দলের। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ পাকিস্তান, যারা তাদের আগের ম্যাচেই...
১ ঘণ্টা আগে৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১৩ ঘণ্টা আগে