Ajker Patrika

পাকিস্তানের সামনে এবার অন্য বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার মাঠে প্রথমবারের মতো জেতা টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে কাল বিমানবন্দরে এমনই হাসিখুশি লিটন দাস। দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই , নেমে পড়তে হচ্ছে পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে। ছবি : বিসিবি
শ্রীলঙ্কার মাঠে প্রথমবারের মতো জেতা টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে কাল বিমানবন্দরে এমনই হাসিখুশি লিটন দাস। দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই , নেমে পড়তে হচ্ছে পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে। ছবি : বিসিবি

লিটন দাসের হাতে সোনালি ট্রফি, মুখে চওড়া হাসি। সর্বশেষ বাংলাদেশ বিদেশ থেকে কোনো সিরিজের ট্রফি জিতে ফিরেছিল লিটনেরই নেতৃত্বে, গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মাঝে ৬টা মাস বাংলাদেশের বড্ড কঠিন সময় গেল। টানা ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছিল দল। ব্যর্থ হওয়ার তালিকায় আছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার। সেখান থেকে একপশলা স্বস্তির বাতাস হয়ে এসেছে শ্রীলঙ্কার মাঠে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়।

কাল বিমানবন্দরে দেখা গেল দলের কোচ থেকে ক্রিকেটার—সবার মুখেই সাফল্যের হাসি। অথচ কদিন আগেও ছন্দ হারিয়ে ফেলা লিটনের আত্মবিশ্বাস নেমে গিয়েছিল তলানিতে। ওয়ানডে দলের একাদশ থেকে বাদও পড়তে হয়েছিল। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছেন লিটন। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। লিটন হয়েছেন টি-টোয়েন্টির সিরিজসেরা আর ছন্দে থাকা স্বাগতিক শ্রীলঙ্কাকে হতাশায় ডুবিয়ে বাংলাদেশ ফিরেছে ট্রফি নিয়ে।

লিটনের নেতৃত্বে সর্বশেষ চারটির মধ্যে এটি দ্বিতীয় সিরিজ জয়। মনে রাখতে হবে, চারটি সিরিজই কিন্তু দেশের বাইরে খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দেখেছে একাধিক পারফরমার। লিটন তো আছেনই, তানজিদ তামিম, শামীম পাটোয়ারীর সঙ্গে দেখা গেল শেখ মেহেদীর ঝলকও।

চ্যালেঞ্জ এখানেই শেষ নয়। শ্রীলঙ্কা সফর নিয়ে পড়ে থাকার সুযোগ নেই বাংলাদেশের। ঘরের মাঠে এরই মধ্যে চ্যালেঞ্জ জানাতে চলে এসেছে পাকিস্তান। এই পাকিস্তানের কাছে দুই মাস আগে লাহোরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে বাংলাদেশ। এবার বদলার প্রত্যয় নিয়ে নামতে হবে লিটনদের। সিরিজ জয়ের আনন্দে আত্মতুষ্টি যেন নতুন সিরিজে হতাশায় ডুবতে না হয়—এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক অধিনায়ক ও বিসিবির হেড অব গেম ডেভেলপমেন্ট হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘এই সিরিজে আমরা চ্যালেঞ্জে পড়েছিলাম। আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। কিন্তু যেভাবে খেলেছি, সেই বিশ্বাসটা ফিরেছে। সবচেয়ে বড় কথা, টি-টোয়েন্টি ক্রিকেট যেভাবে খেলতে হয়, আমরা ঠিক সেভাবেই খেলেছি।’

সুমন মনে করেন, এখন ধারাবাহিকতা ধরে রাখাই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের, ‘এখনো অনেক কিছু উন্নত করতে হবে। ধারাবাহিকতা বজায় রাখাটাই আসল। সামনে যেসব সিরিজ রয়েছে, সেখানে ভালো ক্রিকেট খেলতে হবে। বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচ হবে পরীক্ষার মঞ্চ।’

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও একই কথা বললেন, ‘শ্রীলঙ্কা সফরের সাফল্য অবশ্যই ভালো। তবে এখানেই থেমে গেলে চলবে না। ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনের সিরিজগুলোয় জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে।’

নাঈম হাসান ছিলেন না সাদা বলের ক্রিকেটে। গল টেস্টে ৫ উইকেট নিয়েছেন তরুণ অফ স্পিনার। শেষ পর্যন্ত টেস্টটা ড্র হয়েছে। শ্রীলঙ্কা সফরের পারফরম্যান্স নিয়ে আজকের পত্রিকাকে নাঈম বলেন, ‘আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছি। আমার নিজেরও চাপ ছিল। তবে সফরটা ভালো শেষ করতে পেরে স্বস্তি পেয়েছি। এখন যদি সবাই মিলে ধারাবাহিক পারফর্ম করতে পারি, তাহলে আরও এগিয়ে যেতে পারব।’

শ্রীলঙ্কা থেকে ঘরে ফেরা ট্রফি শুধু একটি জয় নয়, বাংলাদেশ ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। ড্রেসিংরুমের পরিবেশও যথেষ্ট ভালো। নেই কোনো গুমোট ভাব। এমন আবহে এবার ঘরের মাঠে সেটির ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই পাকিস্তানের বিপক্ষে শুধু সিরিজ জয় নয়, নেওয়া হবে লাহোরে বিধ্বস্ত হওয়ার প্রতিশোধও। পাকিস্তান আজ সিরিজের প্রস্তুতি শুরু করে দিচ্ছে। বাংলাদেশ পুরোপুরি প্রস্তুতি শুরু করবে কাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত