নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ওমানের আম্পায়ার হোসেইন আল হুসানি বাঁশি বাজাতেই মোহামেডান-আবাহনীর ডাগআউটে উল্লাস। কারা যে ম্যাচটা জিতল কিছুই বোঝা গেল না। গ্যালারির একটা প্রান্তে নিজেদের সমর্থকদের কাছে গিয়ে উল্লাসে ব্যস্ত মোহামেডানের খেলোয়াড়েরা। ক্লাব সংশ্লিষ্টরা খেলোয়াড়দের গলায় মালা পরিয়ে দিতে লাগলেন। একটু পর জানা গেল, ম্যাচ খেলতে প্রত্যাখ্যান করায় মোহামেডানের প্রতিপক্ষ আবাহনীকে ৫-০ গোলে জয়ী ঘোষণা করেছেন ওমানি রেফারি!
বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৪-২ গোলে মেরিনার্স জিতে যাওয়ায় আজ প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী-মোহামেডানের শেষ ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে মোহামেডান জিতে গেলে মেরিনার্সকে টপকে শিরোপা যেত সাদা-কালোদের ঘরে। এমন ম্যাচে ৩-২ গোলে এগিয়েও ছিল মোহামেডান। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা পণ্ড হয়ে গেল মারামারিতে।
ঘটনার সূত্রপাত ম্যাচের ৪৩ মিনিটে। দলের মূল তারকা রাসেল মাহমুদ জিমিকে ছাড়াই মালয়েশিয়ান ফায়জাল বিন সারির হ্যাটট্রিকে তখন ম্যাচে ৩-২ গোলে এগিয়ে ছিল মোহামেডান। আবাহনীর পেনাল্টি কর্নারের পর মোহামেডানের মালয়েশিয়ান জুল বিন মিজুন ও আবাহনীর ভারতীয় আফফান ইউসুফ জড়িয়ে পড়েন হাতাহাতিতে। সেখান থেকে শুরু হয়ে যায় মারামারির। মারামারির একপর্যায়ে হকি স্টিকের আঘাতে মাথা ফাটে মোহামেডান ফরোয়ার্ড দ্বীন ইসলাম ইমনের। তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যা ৭.২৮ মিনিটের সময় খেলা বন্ধ হয়। এরপর আর খেলাই হয়নি।
উত্তেজনা থামতেই মোহামেডানের দ্বীন ইসলাম ইমন, তানভীর রহমান সিয়াম ও আবাহনীর নাঈম উদ্দীনকে লাল কার্ড দেখান ওমানি আম্পায়ার। হলুদ কার্ড দেখেন মোহামেডানের জুল বিন মিজুন ও আবাহনীর আফফান ইউসুফ। আবাহনীর চেয়ে একটি বেশি লাল কার্ড কেন দেখানো হলো সেই প্রতিবাদে মাঠে নামতে আপত্তি জানায় মোহামেডান। নিয়ম অনুযায়ী ১০ মিনিটের বেশি মাঠের বাইরে থাকলে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হবে, এমন আইনে আবাহনীকে ম্যাচে জয়ী ঘোষণা করেন ওমানি আম্পায়ার।
আম্পায়ার আবাহনীকে জয়ী ঘোষণা করলেও উল্লাসটা বেশি দেখা গেছে মোহামেডানের দিক থেকেই। ক্লাব সমর্থকেরা ফুল পরিয়ে দেন খেলোয়াড়দের। হারার পরও কেনো এমন উল্লাস সেই প্রশ্নের উত্তরে মোহামেডান কোচ শহীদুল্লাহ টিটুর জবাব, ‘আমরা নিজেদের চ্যাম্পিয়ন ভাবছি না। আমরা আবাহনীর চেয়ে গোলে এগিয়ে ছিলাম, সেটারই উৎসব করেছি।’ মাঠে নামতে কেন অস্বীকৃতি জানিয়েছেন তার জবাবে টিটু বললেন, ‘আমরা খেলতে অস্বীকৃতি জানাইনি। আমরা একটা লাল কার্ড প্রত্যাহার করতে অনুরোধ করেছিলাম। আবাহনীর পুস্কর খীসা মিমো, আবদুল্লাহ মারামারি করলেও তাদের কার্ড দেওয়া হয়নি।’
পরিকল্পিতভাবে তাদের হারানো হয়েছে দাবি করে ফেডারেশনের বিষোদ্গার করেছেন মোহামেডান ম্যানেজার আরিফুল হক প্রিন্স। বলেছেন, ‘আমাদের ভিডিও রেফারেল ছিল, আমরা সেটাই চেয়েছি। কিন্তু আমাদের দেওয়া হয়নি। আমরা বারবার বলেছি এই ওমানের আম্পায়ারকে না রাখতে। এই আম্পায়ারই ঊষার বিপক্ষে জিমিকে কার্ড দেখিয়েছিল। পরিষ্কারই বোঝা যায় এখানে ফেডারেশনের হাত আছে।’
আবাহনীকে জয়ী ঘোষণা করায় এখন তাদের সমান ৩৭ পয়েন্ট আছে মেরিনার্সেরও। মোহামেডানের পয়েন্ট ৩৫। আবাহনী-মেরিনার্সের পয়েন্ট সমান হওয়ায় বাইলজ অনুযায়ী প্লে-অফ খেলার কথা দুই দলের। দুই দল খেলতে চাইলে প্লে-অফ বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ। বলেছেন, ‘আমরা দুই দলকে চিঠি দেব। তারা খেলতে চাইলে সময় সুযোগ বুঝে খেলার সময় জানিয়ে দেওয়া হবে। না চাইলে আলোচনা করে করণীয় ঠিক করা হবে। খেলতে না চেয়ে মোহামেডান আইন ভেঙেছে কিনা সেটা বাইলজ দেখে ঠিক করা হবে।’
আবাহনীর প্লেঅফ খেলতে আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির ম্যানেজার মাহবুব হারুন। বলেছেন, ‘আবাহনীর প্লে-অফ খেলতে আপত্তি নেই। আমরা অবশ্যই খেলব। ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’ আগামী রোববার বিকেল ৪টায় দুই দলকে প্লে-অফ খেলার জন্য চিঠি দেবে ফেডারেশন। আবাহনী চাইলেও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি মেরিনার্স। তবে দলটির প্লে-অফ খেলতে আপত্তি আছে বলে জানা গেছে।
ওমানের আম্পায়ার হোসেইন আল হুসানি বাঁশি বাজাতেই মোহামেডান-আবাহনীর ডাগআউটে উল্লাস। কারা যে ম্যাচটা জিতল কিছুই বোঝা গেল না। গ্যালারির একটা প্রান্তে নিজেদের সমর্থকদের কাছে গিয়ে উল্লাসে ব্যস্ত মোহামেডানের খেলোয়াড়েরা। ক্লাব সংশ্লিষ্টরা খেলোয়াড়দের গলায় মালা পরিয়ে দিতে লাগলেন। একটু পর জানা গেল, ম্যাচ খেলতে প্রত্যাখ্যান করায় মোহামেডানের প্রতিপক্ষ আবাহনীকে ৫-০ গোলে জয়ী ঘোষণা করেছেন ওমানি রেফারি!
বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৪-২ গোলে মেরিনার্স জিতে যাওয়ায় আজ প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী-মোহামেডানের শেষ ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে মোহামেডান জিতে গেলে মেরিনার্সকে টপকে শিরোপা যেত সাদা-কালোদের ঘরে। এমন ম্যাচে ৩-২ গোলে এগিয়েও ছিল মোহামেডান। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা পণ্ড হয়ে গেল মারামারিতে।
ঘটনার সূত্রপাত ম্যাচের ৪৩ মিনিটে। দলের মূল তারকা রাসেল মাহমুদ জিমিকে ছাড়াই মালয়েশিয়ান ফায়জাল বিন সারির হ্যাটট্রিকে তখন ম্যাচে ৩-২ গোলে এগিয়ে ছিল মোহামেডান। আবাহনীর পেনাল্টি কর্নারের পর মোহামেডানের মালয়েশিয়ান জুল বিন মিজুন ও আবাহনীর ভারতীয় আফফান ইউসুফ জড়িয়ে পড়েন হাতাহাতিতে। সেখান থেকে শুরু হয়ে যায় মারামারির। মারামারির একপর্যায়ে হকি স্টিকের আঘাতে মাথা ফাটে মোহামেডান ফরোয়ার্ড দ্বীন ইসলাম ইমনের। তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যা ৭.২৮ মিনিটের সময় খেলা বন্ধ হয়। এরপর আর খেলাই হয়নি।
উত্তেজনা থামতেই মোহামেডানের দ্বীন ইসলাম ইমন, তানভীর রহমান সিয়াম ও আবাহনীর নাঈম উদ্দীনকে লাল কার্ড দেখান ওমানি আম্পায়ার। হলুদ কার্ড দেখেন মোহামেডানের জুল বিন মিজুন ও আবাহনীর আফফান ইউসুফ। আবাহনীর চেয়ে একটি বেশি লাল কার্ড কেন দেখানো হলো সেই প্রতিবাদে মাঠে নামতে আপত্তি জানায় মোহামেডান। নিয়ম অনুযায়ী ১০ মিনিটের বেশি মাঠের বাইরে থাকলে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হবে, এমন আইনে আবাহনীকে ম্যাচে জয়ী ঘোষণা করেন ওমানি আম্পায়ার।
আম্পায়ার আবাহনীকে জয়ী ঘোষণা করলেও উল্লাসটা বেশি দেখা গেছে মোহামেডানের দিক থেকেই। ক্লাব সমর্থকেরা ফুল পরিয়ে দেন খেলোয়াড়দের। হারার পরও কেনো এমন উল্লাস সেই প্রশ্নের উত্তরে মোহামেডান কোচ শহীদুল্লাহ টিটুর জবাব, ‘আমরা নিজেদের চ্যাম্পিয়ন ভাবছি না। আমরা আবাহনীর চেয়ে গোলে এগিয়ে ছিলাম, সেটারই উৎসব করেছি।’ মাঠে নামতে কেন অস্বীকৃতি জানিয়েছেন তার জবাবে টিটু বললেন, ‘আমরা খেলতে অস্বীকৃতি জানাইনি। আমরা একটা লাল কার্ড প্রত্যাহার করতে অনুরোধ করেছিলাম। আবাহনীর পুস্কর খীসা মিমো, আবদুল্লাহ মারামারি করলেও তাদের কার্ড দেওয়া হয়নি।’
পরিকল্পিতভাবে তাদের হারানো হয়েছে দাবি করে ফেডারেশনের বিষোদ্গার করেছেন মোহামেডান ম্যানেজার আরিফুল হক প্রিন্স। বলেছেন, ‘আমাদের ভিডিও রেফারেল ছিল, আমরা সেটাই চেয়েছি। কিন্তু আমাদের দেওয়া হয়নি। আমরা বারবার বলেছি এই ওমানের আম্পায়ারকে না রাখতে। এই আম্পায়ারই ঊষার বিপক্ষে জিমিকে কার্ড দেখিয়েছিল। পরিষ্কারই বোঝা যায় এখানে ফেডারেশনের হাত আছে।’
আবাহনীকে জয়ী ঘোষণা করায় এখন তাদের সমান ৩৭ পয়েন্ট আছে মেরিনার্সেরও। মোহামেডানের পয়েন্ট ৩৫। আবাহনী-মেরিনার্সের পয়েন্ট সমান হওয়ায় বাইলজ অনুযায়ী প্লে-অফ খেলার কথা দুই দলের। দুই দল খেলতে চাইলে প্লে-অফ বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোমিনুল হক সাঈদ। বলেছেন, ‘আমরা দুই দলকে চিঠি দেব। তারা খেলতে চাইলে সময় সুযোগ বুঝে খেলার সময় জানিয়ে দেওয়া হবে। না চাইলে আলোচনা করে করণীয় ঠিক করা হবে। খেলতে না চেয়ে মোহামেডান আইন ভেঙেছে কিনা সেটা বাইলজ দেখে ঠিক করা হবে।’
আবাহনীর প্লেঅফ খেলতে আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির ম্যানেজার মাহবুব হারুন। বলেছেন, ‘আবাহনীর প্লে-অফ খেলতে আপত্তি নেই। আমরা অবশ্যই খেলব। ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’ আগামী রোববার বিকেল ৪টায় দুই দলকে প্লে-অফ খেলার জন্য চিঠি দেবে ফেডারেশন। আবাহনী চাইলেও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি মেরিনার্স। তবে দলটির প্লে-অফ খেলতে আপত্তি আছে বলে জানা গেছে।
প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদযাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
৪ মিনিট আগেমাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগে