দাপট কমছে যুক্তরাষ্ট্রের, চ্যালেঞ্জ জানাচ্ছে অস্ট্রেলিয়া
সাঁতারে সাফল্যের বিচারে যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কেউ; যা একটু চ্যালেঞ্জ জানিয়ে আসছে অস্ট্রেলিয়া। তবে সে আর কতটুকু! অলিম্পিক ইতিহাসে যাঁর হাতে উঠেছে রেকর্ড ২৩ সোনা, সেই মাইকেল ফেল্প্স যুক্তরাষ্ট্রের। বেইজিং, লন্ডন, রিও অলিম্পিকে রেকর্ডের পর রেকর্ড গড়ে পেয়েছেন ‘জলমানব’ খ্যাতি। অলিম্পিক ইতিহাসে অ্