বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। তাঁদের মধ্যে আশা-ভরসার পারদ একটু উঁচুতে ছিল আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামকে নিয়ে। তবে সেই আশায় গুঁড়েবালি। আজ প্যারিসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশি শুটার রবিউল ইসলামের পথচলা শেষ হয়েছে বাছাইতেই। আর্চার সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই।
ফ্রান্সের শাতেরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন ৪৯ জন শুটার। এই পর্বের সেরা ৮ শুটার সুযোগ পেয়েছেন ফাইনাল পর্যায়ে খেলার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। বাংলাদেশি শুটারদের মধ্যে আব্দুল্লাহ হেল বাকীর অর্জনই অলিম্পিকে সর্বোচ্চ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি।
অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের নিয়ে কখনোই পদক অর্জনের প্রত্যাশা থাকে না বললেই চলে। এবার আর্চার ও শুটারে অন্তত শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলামও দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এবারের অলিম্পিকে অবশ্য নিজের সেরা স্কোরও ছুঁতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তাঁর সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস।
বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৭ স্কোর গড়ে প্রথম হয়েছেন চীনের শেন লিয়াও। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অষ্টম হয়েছেন।
বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।
বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। তাঁদের মধ্যে আশা-ভরসার পারদ একটু উঁচুতে ছিল আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামকে নিয়ে। তবে সেই আশায় গুঁড়েবালি। আজ প্যারিসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশি শুটার রবিউল ইসলামের পথচলা শেষ হয়েছে বাছাইতেই। আর্চার সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই।
ফ্রান্সের শাতেরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন ৪৯ জন শুটার। এই পর্বের সেরা ৮ শুটার সুযোগ পেয়েছেন ফাইনাল পর্যায়ে খেলার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। বাংলাদেশি শুটারদের মধ্যে আব্দুল্লাহ হেল বাকীর অর্জনই অলিম্পিকে সর্বোচ্চ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি।
অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের নিয়ে কখনোই পদক অর্জনের প্রত্যাশা থাকে না বললেই চলে। এবার আর্চার ও শুটারে অন্তত শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলামও দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এবারের অলিম্পিকে অবশ্য নিজের সেরা স্কোরও ছুঁতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তাঁর সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস।
বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৭ স্কোর গড়ে প্রথম হয়েছেন চীনের শেন লিয়াও। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অষ্টম হয়েছেন।
বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
১৪ মিনিট আগেহোটেলের লবিতে ঢুকতেই চোখে পড়ল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
২০ মিনিট আগেবেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগেমিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
১ ঘণ্টা আগে