ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। তাঁদের মধ্যে আশা-ভরসার পারদ একটু উঁচুতে ছিল আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামকে নিয়ে। তবে সেই আশায় গুঁড়েবালি। আজ প্যারিসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশি শুটার রবিউল ইসলামের পথচলা শেষ হয়েছে বাছাইতেই। আর্চার সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই।
ফ্রান্সের শাতেরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন ৪৯ জন শুটার। এই পর্বের সেরা ৮ শুটার সুযোগ পেয়েছেন ফাইনাল পর্যায়ে খেলার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। বাংলাদেশি শুটারদের মধ্যে আব্দুল্লাহ হেল বাকীর অর্জনই অলিম্পিকে সর্বোচ্চ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি।
অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের নিয়ে কখনোই পদক অর্জনের প্রত্যাশা থাকে না বললেই চলে। এবার আর্চার ও শুটারে অন্তত শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলামও দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এবারের অলিম্পিকে অবশ্য নিজের সেরা স্কোরও ছুঁতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তাঁর সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস।
বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৭ স্কোর গড়ে প্রথম হয়েছেন চীনের শেন লিয়াও। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অষ্টম হয়েছেন।
বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।
বাংলাদেশ থেকে পাঁচ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে। তাঁদের মধ্যে আশা-ভরসার পারদ একটু উঁচুতে ছিল আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামকে নিয়ে। তবে সেই আশায় গুঁড়েবালি। আজ প্যারিসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশি শুটার রবিউল ইসলামের পথচলা শেষ হয়েছে বাছাইতেই। আর্চার সাগর ইসলাম ১/৩২ রাউন্ডে খেলবেন ৩১ জুলাই।
ফ্রান্সের শাতেরো শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার রাইফেলে অংশগ্রহণ করেন ৪৯ জন শুটার। এই পর্বের সেরা ৮ শুটার সুযোগ পেয়েছেন ফাইনাল পর্যায়ে খেলার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬২৪.২ স্কোর করে ৪৯ জনের মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল ইসলাম।
বাংলাদেশি শুটাররা অলিম্পিকে খেলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলেন। বাংলাদেশি শুটারদের মধ্যে আব্দুল্লাহ হেল বাকীর অর্জনই অলিম্পিকে সর্বোচ্চ। ২০১৬ সালে রিও অলিম্পিকে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন তিনি।
অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের নিয়ে কখনোই পদক অর্জনের প্রত্যাশা থাকে না বললেই চলে। এবার আর্চার ও শুটারে অন্তত শেষ আটে খেলার প্রত্যাশা ছিল। শুটার রবিউল ইসলামও দেশ ছাড়ার আগে টপ এইটে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এবারের অলিম্পিকে অবশ্য নিজের সেরা স্কোরও ছুঁতে পারেননি তিনি। ৬২৮ স্কোর তাঁর সেরা হলেও অলিম্পিকে করেছেন ৬২৪ প্লাস।
বাছাইয়ে শুটাররা ৬০ শট নেন। প্রতি সিরিজে ১০টি করে শট। প্রতি শটে সর্বোচ্চ স্কোর ১০.৯। ৬০ শটে সর্বমোট স্কোর ৬৫৪। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৭ স্কোর গড়ে প্রথম হয়েছেন চীনের শেন লিয়াও। ক্রোয়েশিয়ার গোর্সা ৬২৯.৮ স্কোরে অষ্টম হয়েছেন।
বাংলাদেশের শুটার রবিউল প্রথম সিরিজে ৩ শট ১০.৭ স্কোর করেছিলেন। পরের পাঁচ সিরিজে সেই স্কোর অতিক্রম করতে পারেননি তিনি। দ্বিতীয় ও চতুর্থ সিরিজে একটি করে শট ৯.৯ ও ৯.৭ করেন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে