গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে কল্পনাও করেননি সেটাই হবে শেষ অলিম্পিয়াড
ঠিক বছরখানেক আগে এক বিকেলে বারান্দায় চা খেতে খেতে ছেলেকে বলেছিলেন, ‘খোকা, তুই এবারও অলিম্পিয়াডে যাবি।’ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সেই স্বপ্ন ছেলে তাহসিন তাজওয়ার বাস্তবে রূপ দিয়েছেন ঠিকই, কিন্তু বাবা আর দেখে যেতে পারেননি।