Ajker Patrika

ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটিতে থাকছেন কারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটিতে থাকছেন কারা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি সার্চ কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন। ক্রীড়াঙ্গনের উন্নতিতে গতকাল পাঁচ সদস্যের সার্চ কমিটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত রাতে এক বিজ্ঞপ্তিতে সার্চ কমিটির সদস্যদের নাম জানিয়েছে। জোবায়েদুর রহমান রানা হচ্ছেন সার্চ কমিটির আহ্বায়ক। কমিটির বাকি চার সদস্য সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল ও মোহাম্মদ মন্টু কায়ছার।

পাঁচ সদস্যের সার্চ কমিটি বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়ার বিষয়গুলো পর্যালোচনা করবে। গঠনতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া ছাড়াও বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়ার নীতিমালা, নির্দেশনার ব্যাপারেও আলোকপাত করার এখতিয়ার রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আইন ২০১৮ এর আলোকে সংশ্লিষ্ট বিষয়গুলো তারা পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ সরকারকে উপস্থাপন করবে। এসব কাজের জন্য এই কমিটি পাবে দুই মাস।

সার্চ কমিটির সদস্য সংখ্যা  প্রয়োজনে কমানো বা বাড়ানো যাবে।সার্চ কমিটিকে দাপ্তরিক সহায়তা দেবেন ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ( ক্রীড়া) ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত