১৯৯২ সালে অলিম্পিক ফুটবলে নিজেদের একমাত্র স্বর্ণ জিতেছিল স্পেন। মাঝে কেটে গেল ৩২ বছর, এর মধ্যে তিনবার ফাইনাল খেলেও রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল লা রোজাদের। অবশেষে পার্স দেস প্রিন্সেসে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সেই গেরো কাটল তারা।
রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে প্যারিস অলিম্পিকসের ফুটবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগে সোনা জিতল স্পেন। ৮ গোলের ম্যাচে গতকাল ফাইনালে ফরাসিদের বিপক্ষে ৫-৩ গোলে জেতে স্প্যানিশরা। ১৯৮৪ সালে ফ্রান্স একমাত্র স্বর্ণ জিতেছিল অলিম্পিকে। ৪২ বছরে দ্বিতীয়বার সেটি আর করতে পারল না তারা। অপেক্ষা বাড়ল আরও চার বছরের।
দারুণ সময় সঙ্গে নিয়ে এক মাসের কম সময়ের মধ্যে দুটি বড় সাফল্য পেল স্পেন। গত মাসে তারা ঘরে তোলে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলাতে বেশি দেরি করেনি তারা। ১০ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। হাল ছাড়েনি ফ্রান্সও, শেষ পর্যন্ত জিততে না পারলেও খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়ে।
স্পেনের হয়ে জোড়া গোল করেন বার্সেলোনার ২১ বছর বয়সী মিডফিল্ডার ফের্মিন লোপেস ও সের্জিও কামেয়ো। স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফের্মিন। ৬ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোলের পাশাপাশি একটি গোলে করেছেন সহায়তা।
ম্যাচের ১১তম মিনিটে এনজু মিইয়োর গোলে এগিয়ে যায় ফ্রান্স। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি স্পেনের। ৭ মিনিট পর গোল করে স্পেনকে সমতায় ফেরান ফের্মিন। ২৫ ও ২৮তম মিনিটে ফের্মিন ও আলেক্স বায়েনার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
ব্যবধান ধরে রেখে জয়ের পথেই ছিল স্প্যানিশরা। কিন্তু ৭৯তম মিনিটে মাঘনেস আকলিওচে ব্যবধান কমানোর পর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-৩ করেন জ্যাঁ-ফিলিপে মাতেতা। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ৮৩তম মিনিটে বদলি নামা কামেয়ো জোড়া গোল করে জয় নিশ্চিত করেন স্পেনের। মিশরকে ৬-০ গোলে হারিয়ে এই ইভেন্টের ব্রোঞ্জ জেতে মরক্কো।
১৯৯২ সালে অলিম্পিক ফুটবলে নিজেদের একমাত্র স্বর্ণ জিতেছিল স্পেন। মাঝে কেটে গেল ৩২ বছর, এর মধ্যে তিনবার ফাইনাল খেলেও রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল লা রোজাদের। অবশেষে পার্স দেস প্রিন্সেসে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সেই গেরো কাটল তারা।
রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে প্যারিস অলিম্পিকসের ফুটবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগে সোনা জিতল স্পেন। ৮ গোলের ম্যাচে গতকাল ফাইনালে ফরাসিদের বিপক্ষে ৫-৩ গোলে জেতে স্প্যানিশরা। ১৯৮৪ সালে ফ্রান্স একমাত্র স্বর্ণ জিতেছিল অলিম্পিকে। ৪২ বছরে দ্বিতীয়বার সেটি আর করতে পারল না তারা। অপেক্ষা বাড়ল আরও চার বছরের।
দারুণ সময় সঙ্গে নিয়ে এক মাসের কম সময়ের মধ্যে দুটি বড় সাফল্য পেল স্পেন। গত মাসে তারা ঘরে তোলে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলাতে বেশি দেরি করেনি তারা। ১০ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। হাল ছাড়েনি ফ্রান্সও, শেষ পর্যন্ত জিততে না পারলেও খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়ে।
স্পেনের হয়ে জোড়া গোল করেন বার্সেলোনার ২১ বছর বয়সী মিডফিল্ডার ফের্মিন লোপেস ও সের্জিও কামেয়ো। স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফের্মিন। ৬ ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৬ গোলের পাশাপাশি একটি গোলে করেছেন সহায়তা।
ম্যাচের ১১তম মিনিটে এনজু মিইয়োর গোলে এগিয়ে যায় ফ্রান্স। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি স্পেনের। ৭ মিনিট পর গোল করে স্পেনকে সমতায় ফেরান ফের্মিন। ২৫ ও ২৮তম মিনিটে ফের্মিন ও আলেক্স বায়েনার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
ব্যবধান ধরে রেখে জয়ের পথেই ছিল স্প্যানিশরা। কিন্তু ৭৯তম মিনিটে মাঘনেস আকলিওচে ব্যবধান কমানোর পর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-৩ করেন জ্যাঁ-ফিলিপে মাতেতা। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ৮৩তম মিনিটে বদলি নামা কামেয়ো জোড়া গোল করে জয় নিশ্চিত করেন স্পেনের। মিশরকে ৬-০ গোলে হারিয়ে এই ইভেন্টের ব্রোঞ্জ জেতে মরক্কো।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে