Ajker Patrika

কারাতে থেকে সরলেন ক্য শৈ হ্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৪৬
কারাতে থেকে সরলেন ক্য শৈ হ্লা

সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা। ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক খানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরপর শনিবার রাতে কারাতে ফেডারেশনে আনুষ্ঠানিক সভার মাধ্যমে ক্য শৈ হ্লার পদত্যাগপত্র গৃহীত হয়। রোববার ফেডারেশন সূত্রে এমন খবর জানা গেছে। 

ক্য শৈ হ্লা পদত্যাগ করার পর কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম সম্পাদক নয়না চৌধুরী। তিনি সাবেক জুডো খেলোয়াড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে কর্মরত। একই সঙ্গে নয়না জুডো ও কারাতে দুই ফেডারেশনেই যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। 

মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ক্য শৈ হ্লা। তিনি বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তিন পার্বত্য জেলার চেয়ারম্যান অনানুষ্ঠানিকভাবে উপমন্ত্রীর মর্যাদাসম্পন্ন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্য শৈ হ্লাকে সরিয়ে দেওয়ার জোর দাবি ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত