Ajker Patrika

৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক যে নারী অ্যাথলেটের

৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক যে নারী অ্যাথলেটের

স্বপ্ন ছিল জীবনে একবার হলেও অলিম্পিকে খেলবেন। প্যারিস অলিম্পিকে ৫৮ বছর বয়সে সেই স্বপ্ন পূরণ করেছেন টেবিল টেনিস খেলোয়াড় জেং জিইং। প্রিলিমিনারি রাউন্ডে গত রাতে তিনি লেবাননের মারিয়ানা সাহাকিয়ানের কাছে ৪-১ ব্যবধানে হেরেছেন ঠিকই। তবে বহু বছরের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত জেং।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে জন্ম নেওয়া জেং মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন। জন্মসূত্রে চীনের নাগরিক এই অ্যাথলেট ১৯৮৬ সালে চিলিতে গিয়ে স্থায়ী হন। ২০ বছর বয়সে অবসর নিয়ে চিলিতে স্কুলের বাচ্চাদের কোচিং করিয়েছেন। ১৯৮৮ সালে অলিম্পিকে টেবিল টেনিস শুরু হয় প্রথমবারের মতো।  জিইংয়ের ফিরে আসার গল্প করোনা মহামারির সময় শুরু। কঠোর অনুশীলনে টেবিল টেনিসে দ্রুতই নিজের  র‍্যাঙ্কিংয়ের উন্নতি করেন এবং প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করে নিজের ফিরে আসার গল্পের পূর্ণতা দেন।

ইনডোর ভর্তি দর্শকদের দারুণ সমর্থনে জেং কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে জেং বলেছেন, ‘৩০ বছর পর আমি আবারও টেবিল টেনিসে ফিরেছি। এই বয়সে অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় আমি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত