ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিকে সাঁতারে রুপা জয়ের পরই দুঃসংবাদ শুনেছেন অ্যাডাম পিটি। ব্রিটিশ সাঁতারু করোনা পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে গ্রেট ব্রিটেন অলিম্পিক দল।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পিটি রুপা জিতেছেন গত পরশু। রৌপ্যপদক জয়ের পরই তিনি জানিয়েছেন, গলার সমস্যায় ভুগছেন। সেই রাতেই পরিস্থিতি আরও খারাপ হয়। ব্রিটেন অলিম্পিক দল জানিয়েছে, পরদিন সকালে করোনা পজিটিভ হয়েছেন। অলিম্পিক দলের বিবৃতিতে বলা হয়, ‘শিগগিরই তিনি প্রতিযোগিতায় ফিরবেন।’ শুক্রবার ব্রিটেন সাঁতারের রিলে দলে অংশ নেওয়ার কথা।
টোকিওতে গত অলিম্পিকের (২০২১) সময় করোনার জন্য কঠিন প্রটোকল ছিল। তবে তিন বছর আগের মতো এবার প্যারিসে কঠোর নিয়মনীতি নেই, যা তাঁকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে পারে। আয়োজকেরা অসুস্থতার বিষয়টি ভেবে দেখছেন। যদিও ব্রিটেন অলিম্পিক দল অন্যদের থেকে করোনা রোগীকে আলাদা রাখতে কঠোর নীতি অবলম্বন করছে। অলিম্পিক দলটি বলেছে, ‘বহরের সুস্থতার জন্য পরিস্থিতি সঠিকভাবে সামলাতে সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।’
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন পিটি। তবে গত পরশু ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ০.০২ সেকেন্ড ব্যবধানে হেরে স্বর্ণপদক খুইয়েছেন পিটি।
প্যারিস অলিম্পিকে সাঁতারে রুপা জয়ের পরই দুঃসংবাদ শুনেছেন অ্যাডাম পিটি। ব্রিটিশ সাঁতারু করোনা পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে গ্রেট ব্রিটেন অলিম্পিক দল।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পিটি রুপা জিতেছেন গত পরশু। রৌপ্যপদক জয়ের পরই তিনি জানিয়েছেন, গলার সমস্যায় ভুগছেন। সেই রাতেই পরিস্থিতি আরও খারাপ হয়। ব্রিটেন অলিম্পিক দল জানিয়েছে, পরদিন সকালে করোনা পজিটিভ হয়েছেন। অলিম্পিক দলের বিবৃতিতে বলা হয়, ‘শিগগিরই তিনি প্রতিযোগিতায় ফিরবেন।’ শুক্রবার ব্রিটেন সাঁতারের রিলে দলে অংশ নেওয়ার কথা।
টোকিওতে গত অলিম্পিকের (২০২১) সময় করোনার জন্য কঠিন প্রটোকল ছিল। তবে তিন বছর আগের মতো এবার প্যারিসে কঠোর নিয়মনীতি নেই, যা তাঁকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে পারে। আয়োজকেরা অসুস্থতার বিষয়টি ভেবে দেখছেন। যদিও ব্রিটেন অলিম্পিক দল অন্যদের থেকে করোনা রোগীকে আলাদা রাখতে কঠোর নীতি অবলম্বন করছে। অলিম্পিক দলটি বলেছে, ‘বহরের সুস্থতার জন্য পরিস্থিতি সঠিকভাবে সামলাতে সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।’
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন পিটি। তবে গত পরশু ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ০.০২ সেকেন্ড ব্যবধানে হেরে স্বর্ণপদক খুইয়েছেন পিটি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে