Ajker Patrika

রুপা জয়ের পরই করোনা পজিটিভ ব্রিটিশ সাঁতারু

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১০: ২৬
Thumbnail image

প্যারিস অলিম্পিকে সাঁতারে রুপা জয়ের পরই দুঃসংবাদ শুনেছেন অ্যাডাম পিটি। ব্রিটিশ সাঁতারু করোনা পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে গ্রেট ব্রিটেন অলিম্পিক দল। 

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পিটি রুপা জিতেছেন গত পরশু। রৌপ্যপদক জয়ের পরই তিনি জানিয়েছেন, গলার সমস্যায় ভুগছেন। সেই রাতেই পরিস্থিতি আরও খারাপ হয়। ব্রিটেন অলিম্পিক দল জানিয়েছে, পরদিন সকালে করোনা পজিটিভ হয়েছেন। অলিম্পিক দলের বিবৃতিতে বলা হয়, ‘শিগগিরই তিনি প্রতিযোগিতায় ফিরবেন।’ শুক্রবার ব্রিটেন সাঁতারের রিলে দলে অংশ নেওয়ার কথা। 

টোকিওতে গত অলিম্পিকের (২০২১) সময় করোনার জন্য কঠিন প্রটোকল ছিল। তবে তিন বছর আগের মতো এবার প্যারিসে কঠোর নিয়মনীতি নেই, যা তাঁকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে পারে। আয়োজকেরা অসুস্থতার বিষয়টি ভেবে দেখছেন। যদিও ব্রিটেন অলিম্পিক দল অন্যদের থেকে করোনা রোগীকে আলাদা রাখতে কঠোর নীতি অবলম্বন করছে। অলিম্পিক দলটি বলেছে, ‘বহরের সুস্থতার জন্য পরিস্থিতি সঠিকভাবে সামলাতে সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।’ 

১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন পিটি। তবে গত পরশু ইতালির নিকোলো মার্তিনেঙ্গির কাছে ০.০২ সেকেন্ড ব্যবধানে হেরে স্বর্ণপদক খুইয়েছেন পিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত