নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হিটের পুলে আজ খেলতে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট জনের মধ্যে পঞ্চম হন সামিউল। তবে সব মিলিয়ে ১০টি হিট শেষে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশে এই সাঁতারু।
সময়ের হিসেবে সেমিফাইনালে উঠেছেন শীর্ষ ১৬ জন। ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।
নিজের ইভেন্টে সামিউলের এর আগে সেরা টাইমিং ছিল ৫৬ সেকেন্ড। ওয়াইল্ড কার্ডের সৌজন্যে প্যারিস অলিম্পিকে সুযোগ পেয়েছেন সামিউল। প্যারিস অলিম্পিকে যাওয়ার আগে আন্তর্জাতিক মানের আবহ ও প্রস্তুতির জন্য বেশ কিছুদিন থাইল্যান্ডে থাকেন তিনি। থাইল্যান্ডে সেটা ৫৩ সেকেন্ডে নামিয়ে আনতে পেরেছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের এই সাঁতারু। ৫২ সেকেন্ডে নামিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করলেও পরে আর সেটা সম্ভব হয়নি।
অলিম্পিকে যাওয়ার আগে পদক পাওয়া বা সেমিফাইনালের কথা অতটা জোর দিয়ে বলেননি সামিউল। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ এত দূর এখনো এগোতে পারেনি। এ জন্য সূদূরপ্রসারী পরিকল্পনা ও উন্নতমানের অনুশীলনের সুযোগ সুবিধারও দরকার বলে মনে করেন বাংলাদেশের এই সাঁতারু। ৪৭ কিংবা ৪৮ সেকেন্ড সময়—১০০ মিটার ফ্রি স্টাইলে সেমিফাইনাল খেলতে টাইমিংটা এমন হওয়া দরকার বলে উল্লেখ করেছিলেন তিনি। তাঁর সেই অনুমান বাস্তব প্রমাণিত হয়েছে প্যারিসে।
১০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হিটের পুলে আজ খেলতে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট জনের মধ্যে পঞ্চম হন সামিউল। তবে সব মিলিয়ে ১০টি হিট শেষে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশে এই সাঁতারু।
সময়ের হিসেবে সেমিফাইনালে উঠেছেন শীর্ষ ১৬ জন। ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।
নিজের ইভেন্টে সামিউলের এর আগে সেরা টাইমিং ছিল ৫৬ সেকেন্ড। ওয়াইল্ড কার্ডের সৌজন্যে প্যারিস অলিম্পিকে সুযোগ পেয়েছেন সামিউল। প্যারিস অলিম্পিকে যাওয়ার আগে আন্তর্জাতিক মানের আবহ ও প্রস্তুতির জন্য বেশ কিছুদিন থাইল্যান্ডে থাকেন তিনি। থাইল্যান্ডে সেটা ৫৩ সেকেন্ডে নামিয়ে আনতে পেরেছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের এই সাঁতারু। ৫২ সেকেন্ডে নামিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করলেও পরে আর সেটা সম্ভব হয়নি।
অলিম্পিকে যাওয়ার আগে পদক পাওয়া বা সেমিফাইনালের কথা অতটা জোর দিয়ে বলেননি সামিউল। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ এত দূর এখনো এগোতে পারেনি। এ জন্য সূদূরপ্রসারী পরিকল্পনা ও উন্নতমানের অনুশীলনের সুযোগ সুবিধারও দরকার বলে মনে করেন বাংলাদেশের এই সাঁতারু। ৪৭ কিংবা ৪৮ সেকেন্ড সময়—১০০ মিটার ফ্রি স্টাইলে সেমিফাইনাল খেলতে টাইমিংটা এমন হওয়া দরকার বলে উল্লেখ করেছিলেন তিনি। তাঁর সেই অনুমান বাস্তব প্রমাণিত হয়েছে প্যারিসে।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৭ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৯ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৯ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে