Ajker Patrika

বাংলাদেশি সাঁতারু সামিউলের অলিম্পিক থেকে বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

১০০ মিটার ফ্রিস্টাইলে দ্বিতীয় হিটের পুলে আজ খেলতে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আট জনের মধ্যে পঞ্চম হন সামিউল। তবে সব মিলিয়ে ১০টি হিট শেষে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশে এই সাঁতারু। 

সময়ের হিসেবে সেমিফাইনালে উঠেছেন শীর্ষ ১৬ জন। ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাক অ্যালেক্সি। ১৬তম হয়ে সেমিফাইনালে ওঠা দক্ষিণ কোরিয়ার সুন–উ হোয়াং সময় নিয়েছেন ৪৮.৪১ সেকেন্ড।

নিজের ইভেন্টে সামিউলের এর আগে সেরা টাইমিং ছিল ৫৬ সেকেন্ড। ওয়াইল্ড কার্ডের সৌজন্যে প্যারিস অলিম্পিকে সুযোগ পেয়েছেন সামিউল। প্যারিস অলিম্পিকে যাওয়ার আগে আন্তর্জাতিক মানের আবহ ও প্রস্তুতির জন্য বেশ কিছুদিন থাইল্যান্ডে থাকেন তিনি। থাইল্যান্ডে সেটা ৫৩ সেকেন্ডে নামিয়ে আনতে পেরেছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের এই সাঁতারু। ৫২ সেকেন্ডে নামিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করলেও পরে আর সেটা সম্ভব হয়নি। 

অলিম্পিকে যাওয়ার আগে পদক পাওয়া বা সেমিফাইনালের কথা অতটা জোর দিয়ে বলেননি সামিউল। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ এত দূর এখনো এগোতে পারেনি।  এ জন্য সূদূরপ্রসারী পরিকল্পনা ও উন্নতমানের অনুশীলনের সুযোগ সুবিধারও দরকার বলে মনে করেন বাংলাদেশের এই সাঁতারু। ৪৭ কিংবা ৪৮ সেকেন্ড সময়—১০০ মিটার ফ্রি স্টাইলে সেমিফাইনাল খেলতে টাইমিংটা এমন হওয়া দরকার বলে উল্লেখ করেছিলেন তিনি। তাঁর সেই অনুমান বাস্তব প্রমাণিত হয়েছে প্যারিসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত