এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকের এটাই কি সেরা ছবি? ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনার এই ছবিটি দিয়ে প্রতিযোগিতার লাইভ বিবরণীতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে। ছবিটি দেখলে মনে হবে পানির কয়েক ফুট ওপরে শূন্যে ভাসছেন মেদিনা!
এটিই প্যারিস অলিম্পিকের এ পর্যন্ত সেরা ছবি হোক বা না হোক, এএফপির ফটোগ্রাফার জোরোমি ব্রোলিয়ে কিন্তু বলছেন ক্যামেরা হাতে এটাই ছিল তাঁর নিখুঁত শট। সার্ফিংয়ের সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর করার পর ঢেউ থেকে বেরিয়ে আসার জন্য লাফ দিয়েছিলেন মেদিনা, তখনই ছবিটি তোলেন ব্রোলিয়ে। তখন তিনিই জানতেন না, তাঁর ছবিটি এত নিখুঁত হবে, হয়ে যাবে ভাইরাল। এমন একটা ছবি তোলার জন্য কত দিনের অপেক্ষা ব্রোলিয়ের! বলছেন, ‘এমনটার জন্য সব ফটোগ্রাফারই অপেক্ষা করে থাকে। গ্যাব্রিয়েল মেদিনা তো জানেনই, ‘কিক অফ’-এর পর তিনি কিছু একটা করবেন। জটিল মুহূর্তটা ছিল কখন তিনি ‘কিক আউট’ করেন সেটা। কখনো তিনি সেটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করে থাকেন এবং এবার তিনি সেটা করেছেন এবং আমি সঠিক সময়েই শাটার টিপেছি।’
তোলার পর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রোলিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটিতে ২৪ লাখ লাইভ পড়ে। ব্রোলিয়ের ছবির মতোই আলোচিত ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা। সিঙ্গেল ওয়েভে এদিন ব্রাজিলিয়ান মেদিনার স্কোর ছিল ৯.৯০! অলিম্পিকের ইতিহাসেই এটি সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর।
তবে মেদিনা আরও ভালো স্কোরের আশা করেছিলেন। এ নিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল এটা ১০ হবে। আমি আগে ১০ এ ১০ স্কোর করেছি। এটাকেও সেরকমই মনে হয়েছিল। ঢেউ এত চমৎকার ছিল যে নিশ্চিত ছিলাম এক ১০ হবে।’
এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকের এটাই কি সেরা ছবি? ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনার এই ছবিটি দিয়ে প্রতিযোগিতার লাইভ বিবরণীতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে। ছবিটি দেখলে মনে হবে পানির কয়েক ফুট ওপরে শূন্যে ভাসছেন মেদিনা!
এটিই প্যারিস অলিম্পিকের এ পর্যন্ত সেরা ছবি হোক বা না হোক, এএফপির ফটোগ্রাফার জোরোমি ব্রোলিয়ে কিন্তু বলছেন ক্যামেরা হাতে এটাই ছিল তাঁর নিখুঁত শট। সার্ফিংয়ের সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর করার পর ঢেউ থেকে বেরিয়ে আসার জন্য লাফ দিয়েছিলেন মেদিনা, তখনই ছবিটি তোলেন ব্রোলিয়ে। তখন তিনিই জানতেন না, তাঁর ছবিটি এত নিখুঁত হবে, হয়ে যাবে ভাইরাল। এমন একটা ছবি তোলার জন্য কত দিনের অপেক্ষা ব্রোলিয়ের! বলছেন, ‘এমনটার জন্য সব ফটোগ্রাফারই অপেক্ষা করে থাকে। গ্যাব্রিয়েল মেদিনা তো জানেনই, ‘কিক অফ’-এর পর তিনি কিছু একটা করবেন। জটিল মুহূর্তটা ছিল কখন তিনি ‘কিক আউট’ করেন সেটা। কখনো তিনি সেটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করে থাকেন এবং এবার তিনি সেটা করেছেন এবং আমি সঠিক সময়েই শাটার টিপেছি।’
তোলার পর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রোলিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটিতে ২৪ লাখ লাইভ পড়ে। ব্রোলিয়ের ছবির মতোই আলোচিত ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা। সিঙ্গেল ওয়েভে এদিন ব্রাজিলিয়ান মেদিনার স্কোর ছিল ৯.৯০! অলিম্পিকের ইতিহাসেই এটি সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর।
তবে মেদিনা আরও ভালো স্কোরের আশা করেছিলেন। এ নিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল এটা ১০ হবে। আমি আগে ১০ এ ১০ স্কোর করেছি। এটাকেও সেরকমই মনে হয়েছিল। ঢেউ এত চমৎকার ছিল যে নিশ্চিত ছিলাম এক ১০ হবে।’
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জিতে গেল স্বাগতিকেরা।
২৫ মিনিট আগেব্যাটিং, বোলিংয়ে অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার তাঁকে দিল আরও এক সুখবর।
২ ঘণ্টা আগেঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
৩ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
৪ ঘণ্টা আগে