এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকের এটাই কি সেরা ছবি? ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনার এই ছবিটি দিয়ে প্রতিযোগিতার লাইভ বিবরণীতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে। ছবিটি দেখলে মনে হবে পানির কয়েক ফুট ওপরে শূন্যে ভাসছেন মেদিনা!
এটিই প্যারিস অলিম্পিকের এ পর্যন্ত সেরা ছবি হোক বা না হোক, এএফপির ফটোগ্রাফার জোরোমি ব্রোলিয়ে কিন্তু বলছেন ক্যামেরা হাতে এটাই ছিল তাঁর নিখুঁত শট। সার্ফিংয়ের সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর করার পর ঢেউ থেকে বেরিয়ে আসার জন্য লাফ দিয়েছিলেন মেদিনা, তখনই ছবিটি তোলেন ব্রোলিয়ে। তখন তিনিই জানতেন না, তাঁর ছবিটি এত নিখুঁত হবে, হয়ে যাবে ভাইরাল। এমন একটা ছবি তোলার জন্য কত দিনের অপেক্ষা ব্রোলিয়ের! বলছেন, ‘এমনটার জন্য সব ফটোগ্রাফারই অপেক্ষা করে থাকে। গ্যাব্রিয়েল মেদিনা তো জানেনই, ‘কিক অফ’-এর পর তিনি কিছু একটা করবেন। জটিল মুহূর্তটা ছিল কখন তিনি ‘কিক আউট’ করেন সেটা। কখনো তিনি সেটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করে থাকেন এবং এবার তিনি সেটা করেছেন এবং আমি সঠিক সময়েই শাটার টিপেছি।’
তোলার পর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রোলিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটিতে ২৪ লাখ লাইভ পড়ে। ব্রোলিয়ের ছবির মতোই আলোচিত ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা। সিঙ্গেল ওয়েভে এদিন ব্রাজিলিয়ান মেদিনার স্কোর ছিল ৯.৯০! অলিম্পিকের ইতিহাসেই এটি সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর।
তবে মেদিনা আরও ভালো স্কোরের আশা করেছিলেন। এ নিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল এটা ১০ হবে। আমি আগে ১০ এ ১০ স্কোর করেছি। এটাকেও সেরকমই মনে হয়েছিল। ঢেউ এত চমৎকার ছিল যে নিশ্চিত ছিলাম এক ১০ হবে।’
এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকের এটাই কি সেরা ছবি? ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনার এই ছবিটি দিয়ে প্রতিযোগিতার লাইভ বিবরণীতে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছে। ছবিটি দেখলে মনে হবে পানির কয়েক ফুট ওপরে শূন্যে ভাসছেন মেদিনা!
এটিই প্যারিস অলিম্পিকের এ পর্যন্ত সেরা ছবি হোক বা না হোক, এএফপির ফটোগ্রাফার জোরোমি ব্রোলিয়ে কিন্তু বলছেন ক্যামেরা হাতে এটাই ছিল তাঁর নিখুঁত শট। সার্ফিংয়ের সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর করার পর ঢেউ থেকে বেরিয়ে আসার জন্য লাফ দিয়েছিলেন মেদিনা, তখনই ছবিটি তোলেন ব্রোলিয়ে। তখন তিনিই জানতেন না, তাঁর ছবিটি এত নিখুঁত হবে, হয়ে যাবে ভাইরাল। এমন একটা ছবি তোলার জন্য কত দিনের অপেক্ষা ব্রোলিয়ের! বলছেন, ‘এমনটার জন্য সব ফটোগ্রাফারই অপেক্ষা করে থাকে। গ্যাব্রিয়েল মেদিনা তো জানেনই, ‘কিক অফ’-এর পর তিনি কিছু একটা করবেন। জটিল মুহূর্তটা ছিল কখন তিনি ‘কিক আউট’ করেন সেটা। কখনো তিনি সেটা অ্যাক্রোবেটিক ভঙ্গিতে করে থাকেন এবং এবার তিনি সেটা করেছেন এবং আমি সঠিক সময়েই শাটার টিপেছি।’
তোলার পর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রোলিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই সেটিতে ২৪ লাখ লাইভ পড়ে। ব্রোলিয়ের ছবির মতোই আলোচিত ছিলেন সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা। সিঙ্গেল ওয়েভে এদিন ব্রাজিলিয়ান মেদিনার স্কোর ছিল ৯.৯০! অলিম্পিকের ইতিহাসেই এটি সিঙ্গেল ওয়েভে সেরা স্কোর।
তবে মেদিনা আরও ভালো স্কোরের আশা করেছিলেন। এ নিয়ে বললেন, ‘আমার মনে হয়েছিল এটা ১০ হবে। আমি আগে ১০ এ ১০ স্কোর করেছি। এটাকেও সেরকমই মনে হয়েছিল। ঢেউ এত চমৎকার ছিল যে নিশ্চিত ছিলাম এক ১০ হবে।’
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৭ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
৯ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৯ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে