পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ক্লাব কাপে একটা ম্যাচেই হেরেছিল আবাহনী, সেটি ফাইনালে। প্রতিপক্ষ মেরিনার্স। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে প্রথম নয় ম্যাচে অপরাজিত থাকার পর আবাহনীকে প্রথম হারটা উপহার দিয়েছিল এই মেরিনার্সই!
মেরিনার্স প্রতিপক্ষ থাকলেই কোথায় যেন গড়বড় হয়ে যাচ্ছে আবাহনীর, যেমনটা হয়েছে সুপার সিক্সেও। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে গিয়ে আবারও হেরেছে আকাশি-নীলরা। এবং যথারীতি মেরিনার্সের কাছেই। এবারের হারটা ২-১ গোলের। সব মিলিয়ে এই মৌসুমে মেরিনার্সের কাছে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে আবাহনী।
মেরিনার্সের জয়ে জমে গেছে লিগ শিরোপার লড়াই। সুপার সিক্সের দুই আর সব মিলিয়ে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে ২৮ পয়েন্ট মেরিনার্স ও আবাহনীর দুই দলেরই। গোল ব্যবধানে আবাহনীকে টপকে দুইয়ে উঠে এসেছে মেরিনার্স, অথচ সুপার সিক্সের আগে আবাহনীর চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে চারে ছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সুপার সিক্সের আগের ম্যাচে ঊষাকে হারিয়ে গ্রুপ পর্বের হারের শোধ তুলেছিল দলটি। ১৪ এপ্রিল মোহামেডানকে হারাতে পারলে শিরোপা পুনরুদ্ধারের পথে ফিরে আসবে মেরিনার্স।
আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর বিরুদ্ধে খেলার ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনার্সের সোহানুর রহমান সবুজ। ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আবাহনীর ভারতীয় শিশে গাওয়াদ। ম্যাচে মেরিনার্সের তুলনায় আবাহনী একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ক্লাব কাপে একটা ম্যাচেই হেরেছিল আবাহনী, সেটি ফাইনালে। প্রতিপক্ষ মেরিনার্স। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে প্রথম নয় ম্যাচে অপরাজিত থাকার পর আবাহনীকে প্রথম হারটা উপহার দিয়েছিল এই মেরিনার্সই!
মেরিনার্স প্রতিপক্ষ থাকলেই কোথায় যেন গড়বড় হয়ে যাচ্ছে আবাহনীর, যেমনটা হয়েছে সুপার সিক্সেও। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে গিয়ে আবারও হেরেছে আকাশি-নীলরা। এবং যথারীতি মেরিনার্সের কাছেই। এবারের হারটা ২-১ গোলের। সব মিলিয়ে এই মৌসুমে মেরিনার্সের কাছে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে আবাহনী।
মেরিনার্সের জয়ে জমে গেছে লিগ শিরোপার লড়াই। সুপার সিক্সের দুই আর সব মিলিয়ে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে ২৮ পয়েন্ট মেরিনার্স ও আবাহনীর দুই দলেরই। গোল ব্যবধানে আবাহনীকে টপকে দুইয়ে উঠে এসেছে মেরিনার্স, অথচ সুপার সিক্সের আগে আবাহনীর চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে চারে ছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সুপার সিক্সের আগের ম্যাচে ঊষাকে হারিয়ে গ্রুপ পর্বের হারের শোধ তুলেছিল দলটি। ১৪ এপ্রিল মোহামেডানকে হারাতে পারলে শিরোপা পুনরুদ্ধারের পথে ফিরে আসবে মেরিনার্স।
আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর বিরুদ্ধে খেলার ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনার্সের সোহানুর রহমান সবুজ। ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আবাহনীর ভারতীয় শিশে গাওয়াদ। ম্যাচে মেরিনার্সের তুলনায় আবাহনী একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।
প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদযাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
৪ মিনিট আগেমাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগে