পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ক্লাব কাপে একটা ম্যাচেই হেরেছিল আবাহনী, সেটি ফাইনালে। প্রতিপক্ষ মেরিনার্স। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে প্রথম নয় ম্যাচে অপরাজিত থাকার পর আবাহনীকে প্রথম হারটা উপহার দিয়েছিল এই মেরিনার্সই!
মেরিনার্স প্রতিপক্ষ থাকলেই কোথায় যেন গড়বড় হয়ে যাচ্ছে আবাহনীর, যেমনটা হয়েছে সুপার সিক্সেও। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে গিয়ে আবারও হেরেছে আকাশি-নীলরা। এবং যথারীতি মেরিনার্সের কাছেই। এবারের হারটা ২-১ গোলের। সব মিলিয়ে এই মৌসুমে মেরিনার্সের কাছে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে আবাহনী।
মেরিনার্সের জয়ে জমে গেছে লিগ শিরোপার লড়াই। সুপার সিক্সের দুই আর সব মিলিয়ে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে ২৮ পয়েন্ট মেরিনার্স ও আবাহনীর দুই দলেরই। গোল ব্যবধানে আবাহনীকে টপকে দুইয়ে উঠে এসেছে মেরিনার্স, অথচ সুপার সিক্সের আগে আবাহনীর চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে চারে ছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সুপার সিক্সের আগের ম্যাচে ঊষাকে হারিয়ে গ্রুপ পর্বের হারের শোধ তুলেছিল দলটি। ১৪ এপ্রিল মোহামেডানকে হারাতে পারলে শিরোপা পুনরুদ্ধারের পথে ফিরে আসবে মেরিনার্স।
আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর বিরুদ্ধে খেলার ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনার্সের সোহানুর রহমান সবুজ। ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আবাহনীর ভারতীয় শিশে গাওয়াদ। ম্যাচে মেরিনার্সের তুলনায় আবাহনী একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ক্লাব কাপে একটা ম্যাচেই হেরেছিল আবাহনী, সেটি ফাইনালে। প্রতিপক্ষ মেরিনার্স। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে প্রথম নয় ম্যাচে অপরাজিত থাকার পর আবাহনীকে প্রথম হারটা উপহার দিয়েছিল এই মেরিনার্সই!
মেরিনার্স প্রতিপক্ষ থাকলেই কোথায় যেন গড়বড় হয়ে যাচ্ছে আবাহনীর, যেমনটা হয়েছে সুপার সিক্সেও। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে গিয়ে আবারও হেরেছে আকাশি-নীলরা। এবং যথারীতি মেরিনার্সের কাছেই। এবারের হারটা ২-১ গোলের। সব মিলিয়ে এই মৌসুমে মেরিনার্সের কাছে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে আবাহনী।
মেরিনার্সের জয়ে জমে গেছে লিগ শিরোপার লড়াই। সুপার সিক্সের দুই আর সব মিলিয়ে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে ২৮ পয়েন্ট মেরিনার্স ও আবাহনীর দুই দলেরই। গোল ব্যবধানে আবাহনীকে টপকে দুইয়ে উঠে এসেছে মেরিনার্স, অথচ সুপার সিক্সের আগে আবাহনীর চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে চারে ছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সুপার সিক্সের আগের ম্যাচে ঊষাকে হারিয়ে গ্রুপ পর্বের হারের শোধ তুলেছিল দলটি। ১৪ এপ্রিল মোহামেডানকে হারাতে পারলে শিরোপা পুনরুদ্ধারের পথে ফিরে আসবে মেরিনার্স।
আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর বিরুদ্ধে খেলার ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনার্সের সোহানুর রহমান সবুজ। ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আবাহনীর ভারতীয় শিশে গাওয়াদ। ম্যাচে মেরিনার্সের তুলনায় আবাহনী একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে