নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইমরানুর রহমান যখন ৬০ মিটার স্প্রিন্টে চতুর্থ হয়ে হতাশায় তখন হাই জাম্পে অনিশ্চয়তায় মাহফুজুর রহমান। পদক জিততে পারবেন কিনা সেই সিদ্ধান্ত আসতে আসতে সময় পেরিয়ে গেল আধ ঘণ্টার বেশি সময়।
৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ হতাশ হতে হলেও হাই জাম্পে আর হতাশ হতে হয়নি। শেষ পর্যন্ত হাই জাম্পে যৌথভাবে তৃতীয় হয়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমান। তেহরানে এশিয়ান ইনডোরের এবারের আসরে সব মিলিয়ে দুই পদক পেয়ে গেল বাংলাদেশ।
হাই জাম্পে কোনো বাছাই না থাকায় সরাসরি ফাইনালে খেলেছেন মাহফুজ। ২.১৫ মিটার উচ্চতায় লাফিয়ে চীনের মা জিয়ার সঙ্গে যৌথভাবে জিতেছেন ব্রোঞ্জ। ২.১৯ মিটার উচ্চতায় লাফিয়ে সোনা জিতেছেন জাপানের রিয়োচি আকামাতসু। সমান উচ্চতায় লাফিয়ে রুপা গেছে একই দেশের ইয়েতো সেকুর কাছে।
এই মাসেই হওয়া ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসে ২ মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন মাহফুজুর। এশিয়ান ইনডোরে সেই উচ্চতাকেও ছাপিয়ে গেছেন তিনি।
মাহফুজুরের সাফল্যে এবারের এশিয়ান ইনডোরে বাংলাদেশকে সাফল্যমণ্ডিতই বলা চলে। গতকাল ৪০০ মিটারে জহির রায়হান রুপা জিতেছিলেন। ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান চতুর্থ হলেও সেই দুঃখ অনেকটাই ভুলিয়ে দিলেন মাহফুজুর।
ইমরানুর রহমান যখন ৬০ মিটার স্প্রিন্টে চতুর্থ হয়ে হতাশায় তখন হাই জাম্পে অনিশ্চয়তায় মাহফুজুর রহমান। পদক জিততে পারবেন কিনা সেই সিদ্ধান্ত আসতে আসতে সময় পেরিয়ে গেল আধ ঘণ্টার বেশি সময়।
৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ হতাশ হতে হলেও হাই জাম্পে আর হতাশ হতে হয়নি। শেষ পর্যন্ত হাই জাম্পে যৌথভাবে তৃতীয় হয়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমান। তেহরানে এশিয়ান ইনডোরের এবারের আসরে সব মিলিয়ে দুই পদক পেয়ে গেল বাংলাদেশ।
হাই জাম্পে কোনো বাছাই না থাকায় সরাসরি ফাইনালে খেলেছেন মাহফুজ। ২.১৫ মিটার উচ্চতায় লাফিয়ে চীনের মা জিয়ার সঙ্গে যৌথভাবে জিতেছেন ব্রোঞ্জ। ২.১৯ মিটার উচ্চতায় লাফিয়ে সোনা জিতেছেন জাপানের রিয়োচি আকামাতসু। সমান উচ্চতায় লাফিয়ে রুপা গেছে একই দেশের ইয়েতো সেকুর কাছে।
এই মাসেই হওয়া ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসে ২ মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন মাহফুজুর। এশিয়ান ইনডোরে সেই উচ্চতাকেও ছাপিয়ে গেছেন তিনি।
মাহফুজুরের সাফল্যে এবারের এশিয়ান ইনডোরে বাংলাদেশকে সাফল্যমণ্ডিতই বলা চলে। গতকাল ৪০০ মিটারে জহির রায়হান রুপা জিতেছিলেন। ৬০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান চতুর্থ হলেও সেই দুঃখ অনেকটাই ভুলিয়ে দিলেন মাহফুজুর।
বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সাবলীলভাবে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বাংলাদেশের ইনিংসে হঠাৎই নামে ধস।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হয়েছে আজ। মিরপুরে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে বৃষ্টির বাগড়ায় মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করার পরই থেমে যায় খেলা। রূপগঞ্জ টস জিতে ফিল্ডিং নিয়েছিল। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট..
২ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
২ ঘণ্টা আগেকরাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৩ ঘণ্টা আগে