সিঙ্গাপুরের ৮ বছর বয়সী এক বালক কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানো সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছে। গত রোববার সুইজারল্যান্ডের ‘বার্গডর্ফার স্ট্যাডথাউস’ ওপেনে ৩ ঘণ্টার লড়াই শেষে ৮ বছর ৬ মাস বয়সী অশ্বথ কৌশিক ৩৭ বছর বয়সী পোলিশ গ্র্যান্ডমাস্টার জ্যাসেক স্টোপাকে পরাজিত করেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক মাত্র কয়েক দিন আগেই সার্বিয়ার লিওনিড ইভানোভিচের করা রেকর্ডটি ভেঙে ফেলেছে। মাত্র এক সপ্তাহ আগেই লিউনিড ৮ বছর ১১ মাস বয়সে ৫৯ বছর বয়সী বুলগেরিয়ান গ্র্যান্ডমাস্টার মিলকো পপচেভকে পরাজিত করেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক একজন ভারতীয়। সাত বছর আগে পরিবারের সঙ্গে সে সিঙ্গাপুরে চলে গিয়েছিল। বিজয়ের পর সিঙ্গাপুর স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশিক বলেছে, ‘বোর্ডে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানোর অনুভূতি খুবই রোমাঞ্চকর, একই সঙ্গে আশ্চর্যজনক। তাই আমি নিজেকে নিয়ে খুব গর্বিত।’
চেস ডটকমের মতে, প্রতিযোগিতামূলক দাবায় সাম্প্রতিক সময়ে কম বয়সী এমনকি শিশুরা অসাধারণ ফলাফল দেখাচ্ছে। বিষয়টি মহামারির জন্য হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই সময়টিতে বাড়ির ভেতরে অবস্থান করে দাবায় ডুব দিয়েছিল অসংখ্য শিশু।
গত রোববার কৌশিক তার প্রতিদ্বন্দ্বী জ্যাসেক স্টোপার সঙ্গে প্রথম তিনটি গেমে জয় পায়। কিন্তু পরের খেলায় ব্রিটিশ খেলোয়াড় হ্যারি গ্রিভের কাছে সে হেরে যায়। ২৩ বছর বয়সী হ্যারি গ্রিভ ২০২২ সালে ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
হ্যারি গ্রিভের কাছে হেরে গেলেও কৌশিকের কৃতিত্বে খুশি তার পরিবার। তার মা রোহিনী রামচন্দ্রন জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই দাবা খেলার সঙ্গে পরিচয় ঘটেছিল কৌশিকের। কিন্তু দাবা খেলা শেখার মাস দুয়েকের মধ্যেই সে তার বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যদেরও যখন-তখন হারিয়ে দিতে পারত।
সিঙ্গাপুরের ৮ বছর বয়সী এক বালক কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানো সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছে। গত রোববার সুইজারল্যান্ডের ‘বার্গডর্ফার স্ট্যাডথাউস’ ওপেনে ৩ ঘণ্টার লড়াই শেষে ৮ বছর ৬ মাস বয়সী অশ্বথ কৌশিক ৩৭ বছর বয়সী পোলিশ গ্র্যান্ডমাস্টার জ্যাসেক স্টোপাকে পরাজিত করেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক মাত্র কয়েক দিন আগেই সার্বিয়ার লিওনিড ইভানোভিচের করা রেকর্ডটি ভেঙে ফেলেছে। মাত্র এক সপ্তাহ আগেই লিউনিড ৮ বছর ১১ মাস বয়সে ৫৯ বছর বয়সী বুলগেরিয়ান গ্র্যান্ডমাস্টার মিলকো পপচেভকে পরাজিত করেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশিক একজন ভারতীয়। সাত বছর আগে পরিবারের সঙ্গে সে সিঙ্গাপুরে চলে গিয়েছিল। বিজয়ের পর সিঙ্গাপুর স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কৌশিক বলেছে, ‘বোর্ডে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডমাস্টারকে হারানোর অনুভূতি খুবই রোমাঞ্চকর, একই সঙ্গে আশ্চর্যজনক। তাই আমি নিজেকে নিয়ে খুব গর্বিত।’
চেস ডটকমের মতে, প্রতিযোগিতামূলক দাবায় সাম্প্রতিক সময়ে কম বয়সী এমনকি শিশুরা অসাধারণ ফলাফল দেখাচ্ছে। বিষয়টি মহামারির জন্য হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই সময়টিতে বাড়ির ভেতরে অবস্থান করে দাবায় ডুব দিয়েছিল অসংখ্য শিশু।
গত রোববার কৌশিক তার প্রতিদ্বন্দ্বী জ্যাসেক স্টোপার সঙ্গে প্রথম তিনটি গেমে জয় পায়। কিন্তু পরের খেলায় ব্রিটিশ খেলোয়াড় হ্যারি গ্রিভের কাছে সে হেরে যায়। ২৩ বছর বয়সী হ্যারি গ্রিভ ২০২২ সালে ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
হ্যারি গ্রিভের কাছে হেরে গেলেও কৌশিকের কৃতিত্বে খুশি তার পরিবার। তার মা রোহিনী রামচন্দ্রন জানিয়েছেন, মাত্র চার বছর বয়সেই দাবা খেলার সঙ্গে পরিচয় ঘটেছিল কৌশিকের। কিন্তু দাবা খেলা শেখার মাস দুয়েকের মধ্যেই সে তার বাবা-মা সহ পরিবারের অন্য সদস্যদেরও যখন-তখন হারিয়ে দিতে পারত।
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বৈঠকে ইউরোপীয় নেতারা রাশিয়াকে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী সোমবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে...
৮ মিনিট আগেপাকিস্তানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি ‘শর্তসাপেক্ষ’ ও সিন্ধু পানিচুক্তিসহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এ থেকে বোঝা যাচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, তার সমাধান সহজে হবে
১ ঘণ্টা আগেযুদ্ধবিরতির ঘোষণা আসার মাত্র ঘণ্টা তিনেক পরেই উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। শনিবার রাত ৮টার দিকে শ্রীনগরের রামবাগ এলাকায় শক্তিশালী বিস্ফোরণে এক শিশুসহ তিনজন আহত হন। এর পর থেকেই উপত্যকার একাধিক শহরে ব্ল্যাকআউট ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
২ ঘণ্টা আগেচারদিনের টানা সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান ’পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা এখন সাময়িকভাবে প্রশমিত হলেও, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করবে আলোচনার ধারাবাহিকতা ও আন্তরিকতার ওপর।
২ ঘণ্টা আগে